গাজায় যুদ্ধের মধ্যে বিয়ে— দেখুন ছবিতে
চারদিকে চলছে যুদ্ধ। প্রায় পুরো অঞ্চলজুড়ে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যে যে কয়েকটি অঞ্চলে হামলা কম হচ্ছে— সেগুলোর একটি হলো রাফাহ। মিসর সীমান্তবর্তী এ অঞ্চলটিতে এখন হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তারা অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন।
এই যুদ্ধের মধ্যেই রাফাহতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন মোহাম্মদ আল-ঘানদোর নামের এক তরুণ এবং সাদাহ নামের এক তরুণী।
বিজ্ঞাপন
বার্তাসংস্থা রয়টার্স তাদের ক্যামেরায় ধারণ করেছে সেই বিয়ের মুহূর্তটি। যেটিতে দেখা যাচ্ছে, অস্থায়ী তাঁবুর ভেতরই আয়োজন করা হয়েছে সেই বিয়ে। যুদ্ধের মধ্যে বিয়ে হলেও— যতটুকু ভালো করার সাধ্য আছে তার সবই করা হয়েছে এতে। বর মোহাম্মদ আল-ঘানদোর কোনো বিশেষ সাজে না সাজলেও; কনে সাদাহ নিজেকে সাজিয়েছিলেন বধূ বেশে। দেখুন তাদের বিয়ের ছবি—
বিজ্ঞাপন
এমটিআই