চারদিকে চলছে যুদ্ধ। প্রায় পুরো অঞ্চলজুড়ে অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যে যে কয়েকটি অঞ্চলে হামলা কম হচ্ছে— সেগুলোর একটি হলো রাফাহ। মিসর সীমান্তবর্তী এ অঞ্চলটিতে এখন হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। তারা অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন।

এই যুদ্ধের মধ্যেই রাফাহতে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন মোহাম্মদ আল-ঘানদোর নামের এক তরুণ এবং সাদাহ নামের এক তরুণী।

বার্তাসংস্থা রয়টার্স তাদের ক্যামেরায় ধারণ করেছে সেই বিয়ের মুহূর্তটি। যেটিতে দেখা যাচ্ছে, অস্থায়ী তাঁবুর ভেতরই আয়োজন করা হয়েছে সেই বিয়ে। যুদ্ধের মধ্যে বিয়ে হলেও— যতটুকু ভালো করার সাধ্য আছে তার সবই করা হয়েছে এতে। বর মোহাম্মদ আল-ঘানদোর কোনো বিশেষ সাজে না সাজলেও; কনে সাদাহ নিজেকে সাজিয়েছিলেন বধূ বেশে। দেখুন তাদের বিয়ের ছবি—

নিজের নববধূকে নিয়ে হাঁটছেন মোহাম্মদ আল-ঘানদোর। পাশে থেকে শিশুসহ অন্যরা দেখছে তাদের। তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতার কারণে ফিলিস্তিনিদের মুখে এমন হাসি এখন আর দেখা যায় না। 
তাঁবুর ভেতরই সুন্দর করে সাজানো হয়েছে এ নবদম্পতির থাকার স্থান। যতটুকু সম্ভব ততটুকুই করা হয়েছে তাদের জন্য। আয়োজনে রাখা হয়নি কোনো ত্রুটি। 
নববধূকে নিয়ে তাঁবুর ভেতর দাঁড়িয়ে আছেন আল-ঘানদোর। যুদ্ধের কারণে আল-ঘানদোর ও তার স্ত্রীর মতো হাজার হাজার ফিলিস্তিনি এখন মিসর সীমান্তবর্তী অঞ্চল রাফাহতে এসব অস্থায়ী তাঁবুতে থাকছেন। 

 

এমটিআই