তীব্র ঠান্ডার মধ্যে ট্রেন থেকে ছুড়ে ফেলে দেওয়া সেই বিড়ালের মৃত্যু
রাশিয়ার কিরোভে তীব্র ঠান্ডার মধ্যে ট্রেন থেকে বাইরে ছুড়ে ফেলে দেওয়া সেই বিড়ালটির মৃত্যু হয়েছে। গত ১১ জানুয়ারি রাশিয়ার আরজেইডএইচডির একটি ট্রেন থেকে বিড়ালটিকে বাইরে ছুড়ে ফেলে দেওয়া হয়। কাজটি করেন ট্রেনেরই এক কর্মচারী।
বিড়ালটিকে তিনি ট্রেনের বগির মধ্যে হাঁটতে দেখেন। তখন ভাবেন এটি রাস্তার কোনো বিড়াল হবে। তবে এটি ছিল ওই ট্রেনের এক যাত্রীর পোষা বিড়াল। তিনি যে খাঁচায় বিড়ালটিকে বহন করছিলেন; সেখান থেকে এটি বের হয়ে যায়।
বিজ্ঞাপন
এ ঘটনা জানাজানি হওয়ার পর, কয়েক হাজার মানুষ কিরোভ রেলস্টেশনের আশপাশে বিড়ালটির খোঁজ শুরু করেন। দীর্ঘ অভিযান শেষে তারা গতকাল শনিবার (২০ জানুয়ারি) বিড়ালটিকে খুঁজে পান এবং তার মালিক তাকে শনাক্ত করেন। কিন্তু বিড়ালটি আর তখন জীবিত ছিল না।
কয়েকজন জানিয়েছেন, বিড়ালটি তীব্র তুষারপাত এবং অন্যান্য প্রাণীর কামড়ে মারা গেছে। যেহেতু এটি পোষা বিড়াল ছিল— ফলে ওই ধরনের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো সক্ষমতা তার ছিল না।
যে নারী কর্মচারী বিড়ালটিকে বাইরে ছুড়ে ফেলে দিয়েছিলেন; তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রায় ৭ হাজার মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। কারণ ওই রেলওয়ে কোম্পানি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে অপরাগতা প্রকাশ করে।
তবে রেলওয়ে কোম্পানিটি এ ঘটনায় ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে, ভবিষ্যতে যদি ট্রেনের ভেতর কোনো প্রাণী পাওয়া যায় তাহলে এটিকে বাইরে ছুড়ে না ফেলে নিকটস্থ স্টেশনে নিয়ে যাওয়া হবে এবং পশু-পাখিদের নিয়ে কাজ করে এমন সংস্থার হাতে তুলে দেওয়া হবে।
সূত্র: বিবিসি
এমটিআই