যুক্তরাষ্ট্রভিত্তিক বাণিজ্যিক ম্যাগাজিন ফোর্বস সম্প্রতি এশিয়ার ত্রিশ বছরের কমবয়সী শীর্ষ ত্রিশজন প্রভাবশালী তরুণ-তরুণীর তালিকা প্রকাশ করেছে, যাতে অন্তর্ভুক্ত হয়েছেন ৯ বাংলাদেশি। সোমবার (১৯ এপ্রিল) ‘ফোর্বস ৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২১’ শিরোনামের এই তালিকা প্রকাশ করে ফোর্বস।

প্রযুক্তিগত উদ্যোগ, রিটেইল ও ই-কমার্স এবং সামাজিক প্রভাবের ওপর ভিত্তি করে এই ত্রিশ জনের তালিকা করেছে ফোর্বস। এই তিনটি ক্ষেত্রে এশিয়ার দেশগুলোতে ত্রিশ বছরের কম বয়সী যেসব তরুণ-তরুণী মৌলিক অবদান রাখতে সক্ষম হয়েছেন, শুধু তাদেরকেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালিকায় অন্তর্ভুক্ত হওয়া বাংলাদেশিরা হলেন— শেহজাদ নূর তাউস প্রিয় (২৪), মোতাসিম বির রহমান (২৬), মীর সাকিব(২৬), রাজিব আরেফিন (২৬), শমী চৌধুরী (২৬), রিজওয়ানা হৃদিতা (২৮), জাহিন রোহান রাজিন (২২), আহমেদ ইমতিয়াজ জামি (২৭) ও মৌরিন তালুকদার (২৭)।

অনলাইনে অর্থ লেনদেনে সুরক্ষা নিশ্চিতকারী কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রোগ্রাম তৈরি করে তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ ও সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রস্তুতকারী প্রতিষ্ঠান গেজের প্রতিষ্ঠাতা শেহজাদ নূর তাউস প্রিয় (২৪), মোতাসিম বির রহমান (২৬)।

২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন কয়েকটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করেছে গেজ। গেজের সেবাগ্রহীতাদের মধ্যে রয়েছে বাংলাদেশের সরকারি- বেসরকারি একাধিক প্রতিষ্ঠান; সম্প্রতি এই তালিকায় যোগ হয়েছে ঢাকা মহানগর পুলিশের নামও।

২০১৯ সালে সেরা স্টার্টআপ প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ড জিতেছে গেজ। ফোর্বসসূত্রে জানা গেছে, কোম্পানিটির বর্তমান মূলধনের পরিমাণ প্রায় ১০ লাখ ডলার।

গেজের দুই প্রতিষ্ঠাতার মধ্যে শেহজাদ নূর তাউস প্রিয় ২১ বছর বয়সেই কম্পিউটার ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান আইবিএমএর গবেষক হিসেবে তালিকাভুক্ত হন। অন্যদিকে গেজের অপর প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোতাসিম বির রহমান বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগভিত্তিক অনলাইন প্লাটফরম ‘নগরবালক’ প্রতিষ্ঠা করেছিলেন মাত্র ১৪ বছর বয়সে।

বাণিজ্য সংক্রান্ত তথ্য বিশ্লেষণকারী প্রোগ্রাম ‘ক্রামস্টাক’ প্রস্তুত করে ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছেন মীর সাকিব। গুগলের আদলে তৈরি এই প্রোগ্রামটি পিডিএফ এবং ফটো ইমেজ থেকেও তথ্য উদ্ধারে সক্ষম।

বাম থেকে: শেহজাদ নূর তাস প্রিয়, মোতাসিম বির রহমান ও মীর সাকিব

মূলত বিদ্যুৎ, অর্থায়ন, উৎপাদন ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাগুলো আছে ক্রামস্টাকের সেবাগ্রহীতার তালিকায়। এই তালিকায় থাকা উল্লেখযোগ্য সেবাগ্রহীতা হলো বাংলাদেশ সরকার, যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শকদাতা প্রতিষ্ঠান বোস্টন কনসালটেন্ট গ্রুপ (বিসিজি), জাতিসংঘের উন্নয়ন প্রকল্প(ইউএনডিপি) এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক।

‘অ্যাওয়ারনেস ৩৬০’ নামের মালয়েশিয়াভিত্তিক একটি এনজিও চালান রাজিব আরেফিন ও শমী চৌধুরী। এই এনজিওটি মূলত মানুষের দৈনন্দিন জীবনযাপনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতনতা বিষয়ক কাজগুলো করে থাকে। 

এর কাজের তালিকায় রয়েছে— পানি বিশুদ্ধকরণ বিষয়ক প্রশিক্ষণ ও প্রচারণা, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও হাতধোয়া বিষয়ক সচেতনতা তৈরি ও পরিবেশভিত্তিক নানা ইস্যুতে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো। ২৩ টি দেশে ১ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক রয়েছে এই এনজিওটির।

রাজিব আরেফিন ও শমী চৌধুরী

পানির গুণাগুন পরীক্ষা ও কোনো অসঙ্গতি থাকলে তা যাচাইবিষয়ক কম্পিউটার প্রোগ্রাম হাইড্রোকিউ প্লাস উদ্ভাবন করে প্রভাবশালী বাংলাদেশিদের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন রিজওয়ানা হৃদিতা ও জাহিন রোহান রাজিন। ২০১৮ সালে এই প্রোগ্রামটি তৈরি করেছিলেন তারা।

দুস্থ মানুষদের সহযোগিতাকারী বাংলাদেশি এনজিও প্রতিষ্ঠান অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ ইমতিয়াজ জামি। ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের প্রায় ১০ লাখ মানুষকে বিনামূল্যে খাদ্য, শিক্ষা ও চিকিৎসাসেবা দিয়েছে অভিযাত্রিক ফাউন্ডেশন।

ঢাকাভিত্তিক প্রথম অনলাইন দোকান পিকাবু প্রতিষ্ঠা করে ৩০ প্রভাবশালী এশীয় তালিকায় ঢুকতে সক্ষম হয়েছেন মৌরিন তালুকদার। ২০১৬ সালে যাত্রা শুরু করে পিকাবু।  

এসএমডব্লিউ