বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ দেখতে গিয়ে সংঘাতের কবলে পড়ে মারা গেছেন মধ্য আফ্রিকার দেশ চাদের প্রেসিডেন্ট ইদরিস দেবি। মঙ্গলবার (২০ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ তথ্য জানিয়েছেন।

আফ্রিকা মহাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদে যে কয়েকজন রাষ্ট্রপ্রধান ক্ষমতায় ছিলেন, ইদরিস দেবি তাদের অন্যতম। দেশটিতে বেশ কয়েকবার বিদ্রোহী গোষ্ঠীগুলোর লড়াই কঠোর হাতে দমন করেছেন তিনি। বিদ্রোহী দমনে তাকে প্রায়ই সহায়তা করে ফ্রান্সের সামরিক বাহিনী।

গত ১১ এপ্রিল দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয় সোমবার। এতে ১৯৯০ সালে সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ক্ষমতায় আসা দেবি আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হন। বিজয়ী ঘোষণার পরদিন মঙ্গলবার দেশটির উত্তরাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান সামরিক সংঘর্ষ পরিদর্শনে গিয়ে নিজে অস্ত্র হাতে নিজেই লড়াইয়ে অংশ নেন তিনি। এসময় বিদ্রোহীদের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান ইদরিস দেবি।

দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, চাদের উত্তরাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সম্মুখসারিতে লড়াইয়ের সময় প্রেসিডেন্ট ইদরিস দেবি মারা গেছেন।

সোমবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের বেসরকারি ফল ঘোষণা করা হয়। এতে বলা হয়, ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে ষষ্ঠবারের মতো ক্ষমতায় আসছেন ইদরিস দেবি।

এদিকে, প্রেসিডেন্টের মৃত্যুর পর দেশের সরকার এবং সংসদ বিলুপ্ত ঘোষণা করেছে সামরিক বাহিনী। সেনাবাহিনীর একটি পরিষদ আগামী ১৮ মাসের জন্য দেশের শাসনকাজ পরিচালনা করবে বলে রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক বাহিনীর মুখপাত্র ঘোষণা দিয়েছেন।

দেবির নির্বাচনী প্রচার শিবির বলছে, লিবিয়া সীমান্ত থেকে বিদ্রোহীরা রাজধানী এনজামিনা অভিমুখে অগ্রসর হতে শুরু করায় প্রেসিডেন্ট ইদরিস দেবি সরকারি সামরিক বাহিনীর লড়াই দেখতে যান। এক পর্যায়ে দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে অংশ নেন তিনিও। তবে তার মৃত্যুর কারণ এখনও পরিষ্কার নয়।

মঙ্গলবার সেনাবাহিনীর মুখপাত্র আজেম বারমেনদাও আগোনা রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্টের মৃত্যুর ঘোষণা দিয়েছেন। এ সময় সামরিক বাহিনীর একদল কর্মকর্তাকে তার চারপাশে দেখা যায়।

এই কর্মকর্তাদের তিনি ন্যাশনাল কাউন্সিল অব ট্রানজিশনের সদস্য হিসেবে পরিচয় করিয়ে দেন। এসময় তিনি বলেন, সেনাবাহিনীর এই কাউন্সিল আগামী দেড় বছরের জন্য দেশ পরিচালনা করবে।

চাদকে ঐক্যবদ্ধভাবে গড়ে তোলার লক্ষ্যে দেশ এবং বিদেশে চাদিয়ানদের সহযোগিতা চেয়ে সংলাপ ও শান্তির আহ্বান জানিয়েছেন আজেম বারমেনদাও আগোনা। লেক চাদে বোকো হারাম, সাহেল অঞ্চলের আল কায়েদা এবং ইসলামি স্টেটসহ (আইএস) অন্যান্য জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের দেশগুলোর লড়াইয়ে অন্যতম মিত্র হিসেবে কাজ করেছেন দেবি।

আফ্রিকার সাহেল অঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে দেবির অন্যতম মিত্র হিসেবে কাজ করছে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র।

সূত্র: বিবিসি, রয়টার্স।

এসএস/জেএস