কুসংস্কারের বলি হলো ৫ মাসের শিশু। হয়েছিল নিউমোনিয়া, গরম লোহার ছ্যাঁকা দিয়ে কেড়ে নেওয়া হলো তার প্রাণ। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের শাহদল নামে এক জেলায়। 

গত দুই মাসে এটি এ ধরনের তৃতীয় ঘটনা। এর আগে জানুয়ারি মাসেও দুই শিশুর মৃত্যু হয়েছিল এভাবে। 

আনন্দবাজার জানিয়েছে, সর্বশেষ মারা যাওয়া শিশুর নাম ঋষভ কোল।  কয়েক দিন ধরে অসুস্থ ছিল সে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। 

তবে শিশুটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার পেটে বেশ কয়েকটি দাগ পাওয়া গেছে। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের অনুমান, শিশুটিকে গরম লোহার ছ্যাঁকা দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে তারা নিশ্চিত নন।  

এর আগে লোহার ছ্যাঁকা দেওয়ার কারণে শিশুমৃত্যুর বেশ কয়েকটি ঘটনা ঘটেছিল। অবশ্য এ ক্ষেত্রে শিশুটির পেটের চিহ্নগুলো সেগুলো থেকে আলাদা। সে কারণেই বিষয়টি বিভ্রান্তিকর বলে দাবি চিকিৎসকদের।  

এনএফ