নিউইয়র্কের গ্রোসারি স্টোরে গুলি, নিহত ১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ এপ্রিল) নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট হেম্পটেডের একটি মুদি দোকানে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তি ওই দোকানের কর্মচারী।
নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার বলেছেন, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে গুলির ঘটনা ঘটেছে। হামলাকারী দোকানের কর্মচারী ছিলেন এবং ঘটনার পর তিনি পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
— NCPD (@NassauCountyPD) April 20, 2021
রাইডার জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে ওয়েস্ট হেম্পস্টেডের স্টপ অ্যান্ড শপের শপিং ফ্লোর থেকে ম্যানেজারের অফিসের ভেতরে গুলি চালানো হয়। স্টোরটির ভেতরে তখন অনেক ক্রেতা ছিলেন।
নিহত ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। তবে রাইডার জানান, নিহত ব্যক্তির বয়স ৪৯ বছর এবং তিনি ওই দোকানেরই কর্মচারী। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা ভালো আছেন।
বিজ্ঞাপন
হামলাকারী যুবক গ্যাব্রিয়েল ডিউইট উইলসন বলে জানিয়েছে পুলিশ। রাইডার জানান, ৩১ বছর বয়সী অভিযুক্ত ওই যুবক আগে দোকানটিতে কাজ করতেন। কিন্তু এখন তিনি সেখানে কাজ করেন কি না তা জানা যায়নি।
সূত্র: এপি, এনবিসি নিউজ
টিএম