তুষারপাতের পর ভূমিধস, নরওয়েতে নিখোঁজ ২১
নরওয়েতে তীব্র তুষারপাতের কারণে ভূমিধস
নরওয়েতে তীব্র তুষারপাতের কারণে ভূমিধস হয়েছে। এ ঘটনায় ২১ জন নিখোঁজ রয়েছেন। তবে এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বুধবার (৩১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর ৪টার দিকে রাজধানী অসলো থেকে ১৯ মাইল (৩০ কিলোমিটার) উত্তরে জেজারড্রামের নামক গ্রামে ভূমিধসটি ঘটে।
বিজ্ঞাপন
রাশিয়ান সংবাদ মাধ্যম আরটি নিউজে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিধসে কবলিত এলাকা থেকে ৫০০-৭০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে অসলো বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে ধ্বংসস্তুপের নিচে আরও অনেকে চাপা আছেন বলে আশঙ্কা করছে স্থানীয় পুলিশ। বৈরী পরিস্থিতির কারণে এখনও উদ্ধারকাজ শুরু সম্ভব হয়নি। তবে ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে এলাকাটি পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞাপন
পরিস্থিতি অবনতির আশঙ্কায় ইতোমধ্যেই ৯শ গ্রামবাসীকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। মাটির বাঁধন আলগা হয়ে যাওয়ায় এলাকা ছাড়তে পারেন আরও কয়েকশ মানুষ।
জেজারড্রামের মেয়র অ্যান্ডারস স্টেনসেন বলেছেন, ‘পরিস্থিতি নাটকীয় এবং বিভ্রান্তিকর। কোনো কিছুই বোঝা যাচ্ছে না। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা উদ্ধার কাজ পরিচালনা করছি।’