পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের আগের যাবতীয় নজির ভেঙে গেল। শুক্রবার দৈনিক সংক্রমণ পৌঁছে গেল প্রায় ১৩ হাজারের কাছাকাছি; যা এখন পর্যন্ত রাজ্যটিতে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে কোভিডে মৃত্যু হয়েছে আরও ৫৯ জনের।

করোনার দৈনিক ‘পজিটিভিটি রেট’ অর্থাৎ সংক্রমণের হারও (নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার) গতকাল ছিল সর্বোচ্চ; ২৪.৪৬ শতাংশ। একই পশ্চিমবঙ্গে সবচেয়ে বিপর্যস্ত প্রাদেশিক রাজধানী কলকাতাতেও একদিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ হাজারে ঠেকেছে।

শুক্রবার রাতে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৭৬ জন। শুধু কলকাতাতেই ২ হাজার ৮৩০। কলকাতার পরেই দৈনিক সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত ২ হাজার ৫৮৫ জন।

আরও পড়ুন>> ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে নতুন রেকর্ড 

এরপর যথাক্রমে দক্ষিণ চব্বিশ পরগনা ৭৯০, হাওড়া ৭৪৬, পশ্চিম বর্ধমান ৬৪৩, হুগলি ৫৯৪ এবং পূর্ব মেদিনীপুরে ৪১৯ আক্রান্তের খবর উদ্বেগ বাড়িয়েছে। পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ৭ লাখ ১৩ হাজার ৭৮০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

সংক্রমণের লাগাম টানতে করোনাবিধি মেনে চলা ছাড়াও টিকাদান কর্মসূচি জোরদার করার পরামর্শ চিকিৎসকদের। যদিও গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে টিকা নেওয়া মানুষের সংখ্যা গতকাল বৃহস্পতিবারের তুলনায় খানিকটা কমেছে।

শুক্রবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১ লাখ ৬২ হাজার ৬৫৫ জন টিকা 
নিয়েছেন। অথচ গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নতুন করে টিকা নেওয়ার সংখ্যাটা ছিল ১ লাখ ৮৫ হাজার ১২১ জন।

এএস