স্ত্রীসহ ফার্মেসিতে টিকা নিলেন ট্রুডো
স্ত্রীকে সঙ্গে নিয়ে স্থানীয় সময় শুক্রবার অটোয়ার একটি ফার্মেসিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার প্রথম ডোজ নিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। টিকা নেওয়ার পরই ট্রুডো সাংবাদিকদের বলেন, ‘টিকা নিতে পেরে আমি খুব উচ্ছ্বসিত।’
ট্রুডো টিকা নেওয়ার সময় তার স্ত্রীর হাত ধরে ছিলেন। তার টিকা নেওয়ার দৃশ্যটি সাংবাদিকরা ক্যামেরাবন্দি করার পরই জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি ট্রুডোও করোনা টিকার প্রথম ডোজ নেন। গত বছর সোফি ট্রুডোর শরীরে মহামারি করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছিল।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার দুপুরে টিকার প্রথম ডোজ নেওয়ার আগে তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী পট্টি হাজদু অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেন। কানাডার বিরোধীদলীয় নেতা এরিন ওতুলও কয়েকদিনের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার এই টিকা নেবেন বলে জানা যাচ্ছে।
বিজ্ঞাপন
অ্যাস্ট্রেজেনেকার টিকা নিয়ে বিরল হলেও রক্ত জমাট বাঁধার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে তাই এই টিকা নেওয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করছেন। তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরির জন্যই কানাডার শীর্ষ নেতারা অ্যাস্ট্রাজেনেকার টিকা নিচ্ছেন।
তারা মনে করছেন, নিজে ফাইজার অথবা মডার্নার টিকা নিয়ে ৯৪থেকে ৯৫ শতাংশ সুরক্ষা পাওয়ার চেয়ে দেশের ৭০ ভাগ জনগোষ্ঠীর টিকা নেওয়াটা বেশি জরুরি। কারণ ৭০ ভাগ জনগোষ্ঠী টিকা নিলেই কেবল দেশের মানুষের মধ্যে ‘হার্ড ইমিউনিটি’ তৈরির সম্ভাবনা থাকে।
উল্লেখ্য, কানাডায় এখন পর্যন্ত ১১ লাখ ৬৪ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণ ঘটিয়েছে করোনা। এর মধ্যে প্রায় ২৪ হাজার মানুষ মারা গেছেন। এছাড়া মহামারি এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন দেশটির প্রায় ১১ লাখ মানুষ।
এএস