সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিল্ডিং বুর্জ খলিফা রোববার (২৫ এপ্রিল) রাতে সাজল ভারতীয় পতাকায়। করোনা মহামারির বিরুদ্ধে ভারতের কঠিন সংকটের মুহূর্তে এভাবেই পাশে থাকার বার্তা দিল ইউএই।  

২৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, তিন রঙে ভারতীয় পতাকায় সেজেছে বিখ্যাত এই টাওয়ার। যেখানে হ্যাসট্যাগে বার্তা দেওয়া হয় #StayStrongIndia।

বুর্জ খলিফার এক টুইটে বলা হয়, ভারতের এখন খুব কঠিন সময়। ভারত ও দেশটির বাসিন্দাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল।

করোনার দ্বিতীয় ঢেউয়ের বিরুদ্ধে লড়ছে ভারত। দেশটিতে অক্সিজেন ঘাটতি নিয়ে দুর্বিষহ অবস্থা সাধারণ মানুষের। বেশকিছু রাজ্য ও শহরে লকডাউন বা রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। এরমধ্যেই প্রতিদিন সংক্রমণের রেকর্ড হচ্ছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে প্রায় সাড়ে তিন লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ হাজার ৬৭৬ জনের।

এসএসএইচ