মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত ভারতে এক মাসে এ রোগে সর্বোচ্চ মৃত্যু হয়েছে এপ্রিলে। মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪ হাজার ৬০০ রোগী এবং তাদের অর্ধেকেরও বেশি, ১৭ হাজার ৩৩৮ জন মারা গেছেন গত সাত দিনে।

ভারতে এর আগে করোনায় এক মাসে সর্বোচ্চ মৃত্যু ঘটেছিল গত বছর সেপ্টেম্বরে। ওই মাসে দেশজুড়ে এ রোগে মারা গিয়েছিলেন ৩৩ হাজার ২৩০ জন। তার আগের মাসে, ২০২০ সালের আগস্টে দেশটিতে মারা গিয়েছিলেন ২৮ হাজার ৯৫৪ জন, জুলাইয়ে এই সংখ্যা ছিল ২৮ হাজার ৯৫৪।

ভারতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ৩০ জানুয়ারি, কেরালা রাজ্যে। তারপর থেকে শুরু হওয়া করোনা মহামারিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর গত বছর নভেম্বর থেকে কমে আসছিল দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

তারপর গত মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের বাড়তে শুরু করে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যু। গত মার্চে করোনায় দেশটিতে মারা গিয়েছিলেন ৫ হাজার ৬৫৬ জন করোনা রোগী। চলতি এপ্রিলে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় গুণেরও বেশি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন মোট ১ লাখ ৯৭ হাজার ৮৯৪ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন, মারা গেছেন ২ হাজার ৭৭১ জন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসএমডব্লিউ