মাস্কবিহীন বের হয়ে সড়কেই করতে হলো পুশআপ
পুলিশের দেওয়া শাস্তি হিসেবে সড়কে পুশআপ দিচ্ছেন এ যুবক
করোনাভাইরাসে পুরোদমে বিপর্যস্ত ভারত। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। করোনার এ সময়ে যারাই মাস্ক ছাড়া ঘর থেকে বের হচ্ছেন তাদেরকে শাস্তি দিচ্ছে দেশটির পুলিশ।
তবে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় মাস্ক ছাড়া বের হয়ে পুলিশের অভিনব শাস্তির মুখে পড়লেন একদল যুবক। পুলিশের শাস্তি স্বরূপ সড়কেই পুশআপ (বুকডাউন) করতে হলো ওই যুবকদেরকে। তবে অভিনব এ শাস্তিকে স্বাগত জানিয়ে পুরুলিয়া জেলা পুলিশকে বাহবা জানাচ্ছেন বাসিন্দারা।
বিজ্ঞাপন
প্রায় ১৫ জন যুবককে মাস্কবিহীন অবস্থা ধরে পুলিশ। মাস্ক না পরার নানা অজুহাত দেখালেও তাদের ১০ থেকে ২০টি পুশআপ করানো হয়।
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ রুখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বারবার সচেতনতার প্রচার চালাচ্ছে পুলিশ। মাইকের মাধ্যমে প্রচারের পাশাপাশি অডিও বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে প্রচার। এমনকি, জেলার বিভিন্ন থানা এলাকায় চলাচল করা মানুষদের সচেতন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, এত কিছুর পরও এক শ্রেণির বেপরোয়া মানুষ মাস্ক না পরেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন।
বিজ্ঞাপন
দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিদিন পুরুলিয়ায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বুধবার পুরুলিয়া সদর থানা থেকে করোনা সচেতনতায় প্রচার করা হয়।
এফআর