নন্দীগ্রামে মমতা নয়, জিতেছি আমি- দাবি শুভেন্দুর
নন্দীগ্রামের বিধানসভা ভোটের ফল ঘিরে রোববার সারাদিন তৃণমূল সভানেত্রী মমতা বন্দোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে যে ‘সাপ-লুডু’ খেলা চলেছে, তা যেন আর শেষ হচ্ছে না। সর্বশেষ খবর অনুযায়ী, নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায় নয়, জিতেছেন শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, ১ হাজার ৬২২ ভোটের ব্যবধানে নন্দীগ্রামে মমতা বন্দোপাধ্যায়কে হারিয়েছেন শুভেন্দু অধিকারী। তারপর কলকাতার কালীঘাটে সাংবাদিক সম্মেলনে তৃণমূল সভানেত্রী জানান, নন্দীগ্রামে হেরে গিয়েছেন তিনি। পাশাপাশি নির্বাচনে কারচুপি হয়েছে বলেও অভিযোগ করেন মমতা।
বিজ্ঞাপন
রোববার সন্ধ্যায় শুভেন্দু অধকারীর সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার। শুভেন্দু বলেন, ‘নন্দীগ্রামে ১ হাজার ৬৬২ ভোটে জিতেছি আমি।’
এর কাছাকাছি সময় কালীঘাটে সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, ‘নন্দীগ্রাম যা রায় দেবে, মাথা পেতে নেব।’ এদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক টুইটবার্তায় কোনো প্রকার জল্পনায় কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, সেখানে ভোটের গণনা এখনও চলছে।
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে সবচেয়ে স্পর্শকাতর আসন বা ‘হটসিট’ ছিল নন্দীগ্রাম। গত দশকে এই আসন থেকেই সে সময় রাজ্য সরকারে ক্ষমতাসীন সিপিএমকে হারানোর লড়াই শুরু করেছিল তৃণমূল। এবারের নির্বাচনে এই আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন খোদ দলের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়। তার বিরুদ্ধে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূল কংগ্রেসেরই সাবেক ‘হেভিওয়েট নেতা’ ও মমতার এক সময়কার ‘লেফটেন্যান্ট’ শুভেন্দু অধিকারী।