ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, হাসপাতালের একই শয্যায় দেখা যাচ্ছে দুই রোগীকে

করোনায় টালমাটাল ভারত। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। প্রচুর সংখ্যক করোনা রোগী মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে। এই যখন চিত্র তখন ভারতের এলাহাবাদ হাইকোর্ট বললেন, ‘হাসপাতালে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু গণহত্যার মতো অপরাধ’। 

মঙ্গলবার (৪ মে) বিচারপতি অজিত কুমার ও বিচারপতি সিদ্ধার্থ বর্মার নেতৃত্বাধীন বেঞ্চের নির্দেশে বলা হয়, ‘কোভিড আক্রান্ত রোগীদের অব্যাহত অক্সিজেন সরবরাহের দায়িত্ব যাদের, স্বয়ং তারাই অক্সিজেন সংকট তৈরি করছেন। তাদের কার্যকলাপকে উদ্দেশ্য করেই আমরা এই সিদ্ধান্ত জানাচ্ছি যে, অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু গণহত্যার মতো অপরাধ’।

ভারতীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তার রাজ্যের হাসপাতালে অক্সিজেনের সংকট নেই বলে দাবি করার কিছু দিনের মধ্যেই এলাহাবাদ হাইকোর্ট এ বিস্ফোরক মন্তব্য করলেন। এর আগে অক্সিজেন মজুত করে ‘কৃত্রিম’ সংকট সৃষ্টি করা হচ্ছে বলে রব ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিছু ক্ষেত্রে প্রাসঙ্গিক ছবিও ভাসতে থাকে। 

ভারতের এলাহাবাদ হাইকোর্ট

এসব ঘটনা খতিয়ে দেখেই বিচারপতিরা সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে জানিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। নির্দেশিকায় বলা হয়, ‘গত রোববার (২ মে) মিরাটে মেডিকেল কলেজের ট্রমা বিভাগে অক্সিজেনের সংকটের কারণে আইসিইউতেই ৫ জন রোগী মারা যান। অক্সিজেনের অভাবে মিরাটেরই আরও এক বেসরকারি হাসপাতালে ভর্তিই নেওয়া হয়নি রোগীদের। লখনউয়ের একটি ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। কিন্তু সরকার বলেছে অক্সিজেনের কোথাও ঘাটতি নেই। সেই দাবির কার্যত উল্টো চিত্র দেখা যাচ্ছে।’

প্রসঙ্গত, এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের হাসপাতালে অক্সিজেনের সংকট নেই বলে দাবি করেন। অথচ বাস্তবে তার একেবারে উল্টো চিত্র দেখা যাচ্ছে সবখানে। এই ইস্যুতে যোগী সরকারের দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিলো এলাহাবাদ হাইকোর্ট। ভারতের উত্তরপ্রদেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৮৫ হাজার ৮৩২ জন।

এইচকে