বিল গেটসের বিপুল অর্থ কীভাবে ভাগাভাগি হবে?
সম্প্রতি গোটা দুনিয়ার মানুষকে অবাক করে টুইটারে নিজেদের ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিল গেটস ও মেলিন্ডা গেটস। এরপর বিশ্বের শীর্ষ ধনকুবের দম্পতির বিপুল সম্পত্তির ভাগাভাগি কীভাবে হবে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ধনকুবের এই দম্পতি তাদের বিবাহিত জীবন শেষের ঘোষণা দেওয়ার পর মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের দাম্পত্য বিচ্ছেদের আপসরফা কী হতে পারে, তা নিয়ে গত দুদিন ধরেই বিশ্ব সরগরম। বিশাল সম্পত্তির ভাগ কীভাবে হবে? তারা কে কত টাকা পাবেন?
বিজ্ঞাপন
১৯৮৭ সালে প্রথম দেখা বিল গেটস ও মেলিন্ডার। বিল গেটস প্রতিষ্ঠিত মাইক্রোসফটে ওই বছর প্রোডাক্ট ম্যানেজার হিসেবে যোগদান করেছিলেন মেলিন্ডা। নিউইয়র্কে এক ব্যবসায়িক নৈশভোজে সাক্ষাতের পর ৭ বছরের প্রেম শেষে ১৯৯৪ সালে বিয়ে করেন দুজনে।
তিন সন্তান রয়েছে তাদের। ধনকুবের এই দম্পতি একসঙ্গে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠা করেছেন। সিয়াটলে ২০০০ সালে প্রতিষ্ঠিত এই দাতব্য সংস্থাটি গত ২১ বছরে কোটি কোটি ডলার খরচ করেছে বিভিন্ন দেশকে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নত করতে।
বিজ্ঞাপন
তাদের দু’জনেই বিশাল অঙ্কের সম্পত্তির মালিক। ফোর্বসের তথ্য অনুযায়ী, বিল ১৪ হাজার ৫০০ কোটি ডলারের মালিক। বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি তিনি। এই সম্পত্তির মধ্যে আবার মেলিন্ডারও অংশীদারত্বও রয়েছে। তবে মেলিন্ডার মূল সম্পদ কত, তা পরিষ্কার নয়।
২০১৫ সালে পাইভোটাল ভেঞ্চার নামে একটি সংগঠন দাঁড় করেয়েছিলেন মেলিন্ডা। এ ছাড়া একটি বইয়ের লেখকও তিনি। গেটসের সঙ্গে মিলিয়ে মেলিন্ডার সম্মিলিত সম্পদের পরিমাণ অনেক। বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের তহবিল ৪৩ দশমিক ৩ বিলিয়ন।
বিল গেটস যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ২ লাখ ৪২ হাজার একর কৃষিজমির মালিক। দেশটির ১৮টি অঙ্গরাজ্যে বিল গেটস ও মেলিন্ডার মালিকানায় রয়েছে এসব কৃষিজমি। এছাড়া রয়েছে রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি-বাড়ি, ব্যক্তিগত জেট ও মাইক্রোসফটে শেয়ার।
সবমিলিয়ে যৌথভাবে বিল এবং মেলিন্ডার মোট সম্পত্তির যে পরিমাণ বিচ্ছেদের পর এই বিপুল পরিমাণ সম্পত্তি দু’জনের মধ্যে ভাগ করা মোটেই সহজ হবে না। এছাড়া এই বিশাল সম্পত্তি কীভাবে তাদের দু’জনের মধ্যে ভাগ হবে তা এখনও পরিষ্কার নয়।
যৌথ সম্পত্তি ছাড়াও তাদের নিজস্ব আলাদা সম্পত্তিও রয়েছে। শুধুমাত্র এই যৌথ সম্পত্তিই দু’জনে ভাগ করে নেবেন। কিং কাউন্টির সুপিরিয়র কোর্টে এ নিয়ে তারা মামলাও করেছেন। যৌথ সম্পত্তি তাদের মধ্যে সমান ভাগ হবে বলে জানিয়েছেন এক আইনজীবী।
এএস