করোনা মহামারি শুরুর পর থেকে প্রাণঘাতী এই সংক্রামক রোগে আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে আছে তিন দেশ— যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারত। চলতি সপ্তাহে এই দেশ তিনটির মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে সংক্রমণে নিম্নমূখী প্রবণতা দেখা গেছে, অন্যদিকে ভারতে উর্ধ্বমূখী হচ্ছে আক্রান্ত ও মৃতের শতকরা হার।

গত বছর বিশ্বজুড়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা রোগীদের হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনাভাইরাস ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

এই তিন দেশে গত সপ্তাহভিত্তিক করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বিশ্লেষন করে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ২৪ হাজার ১১ জন, মারা গেছের ৪ হাজার ৭৪৪ জন, মারা গেছেন। আগের সপ্তাহে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৮৩ হাজার ৭০২ জন, মারা গিয়েছিলেন ৫ হাজার ৮৪ জন।

দুই সপ্তাহে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার শতকরা হিসেবে দেখা যাচ্ছে, দেশটিতে ৭ দিনের ব্যবধানে করোনায় আক্রান্তের হার কমেছে ১৬ শতাংশ, মৃত্যুহার কমেছে ৭ শতাংশ।

করোনায় বিপর্যস্ত অপর দেশ ব্রাজিলে গত এক সপ্তাহে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ১৩৭ জন, মারা গেছেন ১৫ হাজার ৭৫৯ জন। তার আগের সপ্তাহে দক্ষিণ আমেরিকার বৃহত্তম এই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ২০ হাজার ৭৪৭ জন, মারা গিয়েছিলেন ১৭ হাজার ৬৬০ জন।

৭ দিনের ব্যবধানে দেশটিতে আক্রান্তের হার কমেছে ১ শতাংশ, মৃত্যুহার কমেছে ১১ শতাংশ।

এই দুই দেশের তুলনায় একেবারেই বিপরীত চিত্র দেখা যাচ্ছে ভারতে। মার্চ থেকে দেশটিতে উর্ধ্বমূখী হওয়া শুরু করেছিল করোনায় আক্রান্ত ও মৃত্যুর রেখচিত্র, এখনও অব্যাহত আছে সেটি। গত এক সপ্তাহে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭ লাখ ৩০ হাজার ৩০১ জন, মারা গেছেন ২৫ হাজার ৭৫৮ জন। তার আগের সপ্তাহে দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২৪ লাখ ৯৭ হাজার ৬৭৫ জন, মারা গিয়েছিলেন ২১ হাজার ৩৮৫ জন।

শীর্ষে থাকা অন্য দুটি দেশে যেখানে কিছুটা হলেও হ্রাস পেয়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে ভারতে গত ৭ দিনের ব্যবধানে করোনায় আক্রান্তের হার বেড়েছে ৯ শতাংশ, মৃত্যুহার বেড়েছে ২০ শতাংশ।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে আখ্যা দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছেন মোট ১৫ কোটি ৬৬ লাখ ৮৯ হাজার ৭৩৮ জন, মারা গেছেন মোট ৩২ লাখ ৬৯ হাজার ৫৮৭ জন।

এই মুহূর্তে বিশ্বে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৯২ লাখ ৬৮ হাজার ১৬৯ জন; আর মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ১৩ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৩০ জন।

এসএমডব্লিউ