হামলার শিকার মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট সংকটাপন্ন
বোমা হামলার মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় হত্যাচেষ্টার শিকার মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট ও দেশটির বর্তমান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ নাশিদের অবস্থা এখনো সংকটাপন্ন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। খবর বার্তা সংস্থা এএফপির।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী মালেতে মোহাম্মদ নাশিদের বাড়ির বাইরে এক বিস্ফোরণে ঘটনায় তিনি আহত হন। পরে তাকে এডিকে হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত তার তিনবার অস্ত্রোপচার করা হয়েছে বলেও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
দ্বীপরাষ্ট্র মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ৫৩ বছর বয়সী মোহাম্মদ নাশিদ। দেশটির ‘ঝাপসা-নোংরা’ রাজনৈতিক পরিমণ্ডলে তিনি এখনো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গতকাল হামলায় আহত হওয়ার পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রাজধানী মালের বেসরকারি একটি হাসপাতালেভর্তি করার পর দীর্ঘ ১৬ ঘণ্টা ধরে তার অস্ত্রোপচার করা হয়। হামলার শিকার নাশিদের মাথা, বুক ও পেট ছাড়াও তার শরীরের অন্যান্য অংশ মারাত্মকভাবে জখম হয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
বিজ্ঞাপন
— ADK Hospital (@ADKHospital) May 7, 2021
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী আজ শুক্রবার এডিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচার করা হলেও সাবেক এই প্রেসিডেন্টের অবস্থা এখনও সংকটাপন্ন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তার চিকিৎসা চলছে এখন।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে বলেছেন, এই ঘটনার তদন্তে করতে আগামীকাল শনিবার অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের (এএফপি) একটি দল মালদ্বীপে আসছে।
সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলাকে দেশটির গণতন্ত্রের ওপর নতুন করে আঘাত বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সলিহ। তিনি এ ঘটনায় দোষীদের শক্ত আইনের মুখোমুখি করার প্রতিশ্রুতি দেন। দেশটির পুলিশ বলছে, হামলার তদন্তে জাতিসংঘও সহায়তা করবে।
এএস