তেল আবিবে হামাসের নজিরবিহীন রকেট হামলা
মঙ্গলবার রাতে তেল আবিবে হামাসের রকেটের আঘাতে ক্ষতিগ্রস্ত সড়ক ও গাড়ি
অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বিমান হামলার জবাবে দেশটির রাজধানী তেল আবিবে নজিরবিহীন রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। মঙ্গলবার (১১ মে) রাতে তেল আবিবকে লক্ষ্য করে তারা অন্তত ১৩০টি রকেট নিক্ষেপ করে।
গাজা থেকে তেল আবিবের দূরত্ব প্রায় ৯৩ কিলোমিটার এবং ইসরায়েলের এতোটা ভেতরের লক্ষ্যবস্তুতে এত বিপুল সংখ্যক রকেট নিক্ষেপের ঘটনা এবারই প্রথম।
বিজ্ঞাপন
সোমবার রাত থেকে এখন পর্যন্ত গাজা থেকে ইসরায়েলে কমপক্ষে ৪০০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। হামাসের যোদ্ধাদের এসব রকেট হামলায় এক ভারতীয় নারীসহ কমপক্ষে ৬ ইসরায়েলি নিহত ও শতাধিক আহত হয়েছেন।
মঙ্গলবার রাতে তেল আবিবে হামাস যোদ্ধাদের রকেট হামলা শুরু হলে গোটা নগরী ও এর আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাইরেনের বিকট শব্দ শুনে মানুষ ছোটাছুটি করে ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রগুলোতে চলে যায়।
বিজ্ঞাপন
হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করেছি… গাজার আবাসিক এলাকায় শত্রুর হামলার জবাবে আমরা তেল আবিব ও এর আশপাশে ১৩০টি রকেট দিয়ে এ যাবতকালের বৃহত্তম হামলা চালিয়েছি।’
হামাস বলেছে, তারা মাত্র ৫ মিনিটে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় আশকেলন শহর ও বন্দরনগরী এশদুদে ১৩৭টি রকেট নিক্ষেপ করেছে। সংগঠনটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইসরায়েল তার আগ্রাসন বন্ধ না করলে দেশটির জন্য আরও বিস্ময় অপেক্ষা করছে।
এদিকে রকেট হামলার পর তেল আবিবের বেন গোরিয়েন আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে যেন ফিলিস্তিনি রকেট প্রতিহত করা যায় সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়।
তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ফিলিস্তিনিদের বেশিরভাগ রকেটই ধ্বংস করা সম্ভব হচ্ছে না বরং সেগুলো বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রকেট হামলায় ইসরায়েলে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ভারতীয় নারীও রয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মঙ্গলবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফের ইসরায়েল অভিমুখে রকেট হামলা চালায় হামাস। এসব রকেটের কয়েকটি ইসরায়েলি শহর লোদে আঘাত করলে দুই ব্যক্তি নিহত হন। শহরটি আল-লিদ নামেও পরিচিত বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর মাধ্যমে গত তিন দিনে হামাসের রকেট হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। এদিকে রকেট হামলার পর লোদ শহরে জরুরি অবস্থা জারি করে ইসরায়েল।
টিএম