বৃহস্পতিবার সৌদিতে ঈদ
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আগামীকাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। অর্থাৎ এ বছর সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ৩০ রমজান পূর্ণ হলো।
আরব নিউজ, গালফ নিউজ, খালিজ টাইমস ও আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় কাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আরও পড়ুন>> দেশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার
মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে এ বছরও সৌদিতে ঈদের নামাজ সীমিত পরিসরে আদায় করতে হবে বলে জানা যাচ্ছে। করোনা পরিস্থিতিতে কারফিউ জারি থাকায় গত বছরও সৌদি আরবে ঈদের নামাজ নিজ নিজ ঘরে আদায় করতে হয়েছিল।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশের আকাশে আজ বুধবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দেশে ৩০ রমজান পূর্ণ হবে। সে হিসেবে শুক্রবার (১৪ মে) দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানানো হয়েছে।
সাধারণত সৌদির একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের কয়েকশ গ্রামের মুসলিমরা ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন।
এএস