আক্রান্ত গাজা উপত্যকা
লেবানন-জর্ডান সীমান্তে ক্ষুব্ধ জনতার ইসরায়েলে ঢোকার চেষ্টা
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছেন লেবানন ও জর্ডানের ফিলিস্তিনপন্থী শত শত নাগরিক। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্ত এলাকায় সতর্কতামূলক গুলি ছুড়ে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, ফিলিস্তিন এবং লেবাননের প্রায় দুই ডজন তরুণ ইসরায়েলের সীমান্তে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তবে তাদের মধ্যে বেশ কয়েকজন ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা করেন। লেবাননের ভূখণ্ডে ফিরে যাওয়ার আগে ওই তরুণরা সীমান্তে নাশকতা করেছেন এবং সেখানে আগুন ধরিয়ে দেন।
বিজ্ঞাপন
লেবাননের শিয়াপন্থী ইসলামি রাজনৈতিক দল হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল-মানার বলেছে, ইসরায়েলির সামরিক বাহিনীর ছোড়া গোলায় লেবাননের এক নাগরিক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহত হওয়ার এই তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের কাছে সীমান্ত পেরিয়ে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ার চেষ্টা করছেন জর্ডানের ফিলিস্তিনপন্থী শত শত নাগরিক। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে জর্ডানের ক্ষুব্ধ এই নাগরিকরা সেখানে ঢোকার চেষ্টা করেন। তবে জর্ডানের দাঙ্গা পুলিশের অভিযানে অনুপ্রবেশের এই চেষ্টা ব্যর্থ হয়।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার চেষ্টা করেন জর্ডানের নাগরিকরা। প্রায় ৫০০ জনের একটি দল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের একটি সেতুর কাছে যাওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জেরিকো শহরের বিপরীত দিকে জর্ডান উপত্যকার কাছের ইসরায়েলের অ্যালেবি সেতুর পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে জড়ো হয়েছিলেন জর্ডানের নাগরিকরা।
অন্যদিকে, শুক্রবার জুমআর নামাজের সময় জর্ডানের রাজধানী আম্মানের গ্র্যান্ড হুসেইনি কেন্দ্রীয় মসজিদে হাজার হাজার মুসল্লি ইসরায়েলবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তারা ইসরায়েলের বিরোধিতায় নানা ধরনের স্লোগান দেন এবং জর্ডানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তোলেন।
এসএস