করোনায় ভাই হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার সকাল ৯ টা ২০ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুখ্যমন্ত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, মাসখানেক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন অসীম বন্দ্যোপাধ্যায়। এর পরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনা প্রটোকল মেনে শনিবার দুপুরের পর কলকাতার নিমতলা মহাশ্মশানে তার শেষকৃত্য হবে।
বিজ্ঞাপন
মমতা বন্দোপাধ্যায়ের মেজোভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। কলকাতার কালীঘাটে একই বাসভবনে থাকতেন ভাই-বোন।
পশ্চিমবঙ্গের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, অসীম বন্দ্যোপাধ্যায় মৃত্যুতে কালীঘাটে শোকের ছায়া নেমেছে। শোকস্তব্ধ অবস্থায় আছে মুখ্যমন্ত্রীর পরিবার।
বিজ্ঞাপন
এসএমডব্লিউ