সেলফি তুলতে গিয়ে নৌকাডুবে ৭ জনের মৃত্যু
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের একটি জলাশয়ে নৌকাভ্রমণে সেলফি তুলতে গিয়ে নৌকাটি ডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল শনিবার দুর্ঘটনার কবলে পড়া ওই নৌকাটিতে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ছিল।
সেন্ট্রাল জাভা পুলিশের প্রধান আহমাদ লুতফি বলেছেন, নৌকাটিতে ২০ জন যাত্রী ছিল। তারা যখন সেলফি তোলার উদ্দেশে নৌকাটির এক পাশে সমবেত হয় তখন সেটি ডুবে যায়। নৌকাডবির ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
জাভা পুলিশ প্রধান সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণে নৌকাডুবি হয়েছে। সেলফি তোলার জন্য নৌকার ডানপাশে সব যাত্রী গেলে নৌকার ভারসাম্য হারায়। পরে নৌকাটি ডুবে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শনিবারের ওই নৌকাডুবির ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মরেদহ উদ্ধার হয়েছে ৭ জনের। এখনো দুই জনের কোনো খোঁজ পাওওয়া যাচ্ছে না। সেখানে নৌকাভ্রমণ ব্যবস্থাপনার কোনো গলদ ছিল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আহমাদ লুতফি জানিয়েছেন, নৌকাটির চালাচ্ছিল ১৩ বছরের একটি কিশোর। প্রসঙ্গত, ১৭ হাজার দ্বীপবেষ্টিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে। সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন তেমন জোরালো না বেশিরভাগ সময় এসব দুর্ঘটনা ঘটে।
এএস