পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে আজ শুক্রবার ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। দেশটির দৈনিক ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

চমন শহরটি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে অবস্থিত। বেলুচিস্তান প্রাদেশিক সরকারর মুখপাত্র লিয়াকত শাহওয়ানি ও প্রাদেশিক পুলিশ প্রধান জাফর খান শুক্রবারে বিকেলের ওই হামলা এবং হতাহতের বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন। 

জাফর খান রয়টার্সকে বলেন, চমনের মুরগি বাজারে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে মিছিলটির আয়োজন করেছিল জামিয়াত উলেমা ই ইসলাম-নাজারিয়াতি (জেইউআই) নামের একটি কট্টর ইসলামপন্থী দল। 

মিছিলের সময় ওই দলটির নেতাদের গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়, যেটিতে বোমা রাখা ছিল। মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান প্রাদেশিক পুলিশ প্রধান জাফর খান।

বেলুচিস্তান প্রাদেশিক সরকারর মুখপাত্র লিয়াকত শাহওয়ানি জানিয়েছেন, বোমা হামলায় আহতদের মধ্যে ১০ জনকে চমনের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স হাসপাতাল ও বাকিদের অপর শহর কোয়েটার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বোমা হামলার কঠোর নিন্দা জানিয়ে শাহওয়ানি দাবি করেন, ‘সন্ত্রাসীরা বেলুচিস্তানের শান্তি বিনষ্ট করতে চায়।’ বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী জাম কামাল খান আলিয়ানিও এই হামলার নিন্দা জানিয়েছে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের জন্য দুঃখ প্রকাশ করেছেন।

এএস