পশ্চিমবঙ্গে ফের উল্লেখযোগ্য হারে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। নমুনা পরীক্ষা বাড়তে ফের সংক্রমণ পৌঁছাল ২০ হাজারের কাছে। সঙ্গে গত ২৪ ঘণ্টায় আরও দেড় শতাধিক মৃত্যুর পর পশ্চিমবঙ্গে করোনায় মৃতের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। বেড়েছে সক্রিয় রোগী।

গতদিন রাজ্যটিতে নতুন করে ১৯ হাজার ৮৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একইসঙ্গে রেকর্ড করোনা পরীক্ষাও হয়েছে পশ্চিমবঙ্গে। ফলে কমেছে ‘পজিটিভিটি রেট’। কলকাতাসহ অন্যান্য এলাকায় বৃদ্ধি পেয়ে মোট আক্রান্ত ১২ লাখ ২৯ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছে। 

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পশ্চিমবঙ্গে মৃত্যু হয়েছে আরও ১৫৯ জনের। উত্তর চব্বিশ পরগনায় ৪৭ জন ও কলকাতায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। পশ্চিম বর্ধমানে মৃত্যু হয়েছে ১২ জনের। ফলে মোট মৃত্যু বেড়ে হয়েছে ১৪ হাজার ৫৪। 

আরও ১৯ হাজার ১৭ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ ১০ লাখ ৮৩ হাজার ৫৭০। এছাড়া আরও ৬৭১ সহ মোট সক্রিয় রোগীর সংখ্যা এখন ১ লাখ ৩২ হাজার ১৮১। সুস্থতার হার ফের ৮৮ শতাংশ পার করেছে। সামগ্রিক টেস্ট পজিটিভিটি রেশিও বেড়ে হয়েছে ১০.৪৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় উত্তর চব্বিশ পরগনা ৪,২৪০, কলকাতায় ৩,৫৬০, হুগলিতে ১,৩৯৩, দক্ষিণ চব্বিশ পরগনায় ১,২৯৭, হাওড়ায় ১,২৪৬, নদীয়ায় ১,০৯১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছিল ১৯ হাজার ৯১ জন।

এএস