নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন দিচ্ছে জাপান
সব নাগরিককে বিনামূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জাপান। বুধবার দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এতে দেশের বাসিন্দাদের বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের অনুমোদন দেয়া হয়েছে।
দেশজুড়ে করোনাভাইরাস সংক্রমণের নতুন নতুন দৈনিক রেকর্ডের মাঝে জাপান সরকার মহামারি মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই বিলে বলা হয়েছে, জাপানের ১২ কোটি ৬০ লাখ নাগরিকের ভ্যাকসিন ব্যয় পুরোপুরি বহন করবে সরকার।
বিজ্ঞাপন
বুধবার বিলটি দেশটির সংসদের উচ্চকক্ষে পাস হয়েছে। এর আগে, সংসদের শক্তিশালী নিম্নকক্ষেও বিলটি অনুমোদন পায়।
ফরাসী সংবাদ সংস্থা এএফপি বলছে, ইতোমধ্যে ৬ কোটি মানুষের জন্য প্রয়োজনীয় ভ্যাকসিন পেতে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি ফাইজারের সঙ্গে চুক্তি করেছে জাপান। এছাড়াও মার্কিন আরেক জায়ান্ট বায়োটেক প্রতিষ্ঠান মডার্নার কাছ থেকে ভ্যাকসিনের আরও আড়াই কোটি ডোজ নিশ্চিত করেছে দেশটি।
বিজ্ঞাপন
শুধু তাই নয়, ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের ১২ কোটি ডোজ পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে জাপান।
ক্লিনিক্যাল পরীক্ষায় কার্যকর প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে নিজেদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতি চেয়েছে ফাইজার এবং মডার্না। মহামারির বিরুদ্ধে জাপান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে দেশটির প্রধানমন্ত্রী দুই সপ্তাহ আগে মন্তব্য করার পর বুধবার নাগরিকদের বিনামূল্যে ভ্যাকসিন সরবরাহের বিলটি সংসদে পাস হয়েছে।
জাপানে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক আকারে বৃদ্ধি পাওয়ায় দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়েছে বলে চিকিৎসকরা সতর্ক করে দিয়েছেন। যদিও বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জাপানে করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব তেমন প্রক হয়নি। দেশটিতে এই ভাইরাসে মারা গেছেন প্রায় দুই হাজার ১০০ জন এবং আক্রান্ত হয়েছেন দেড় লাখ। মহামারি নিয়ন্ত্রণে জাপান এখন পর্যন্ত কঠোর লকডাউন আরোপ করেনি।
বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মুখোমুখি হয়েছে জাপান। গত কয়েক সপ্তাহজুড়ে দেশটিতে দৈনিক করোনা সংক্রমণের রেকর্ড তৈরি হচ্ছে।
অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে ও নির্ধারিত সময়ের আগে দোকানপাট বন্ধ করতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন টোকিওর গভর্নর।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হওয়ার পর বিশ্বের দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত ১৪ লাখ ৮৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এবং আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৪২ লাখের বেশি।
বিশ্বে করোনাভাইরাসের তাণ্ডব চললেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনও ভ্যাকসিনের অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বুধবার বিশ্বের প্রথম দেশ হিসেবে মার্কিন কোম্পানি ফাইজার এবং জার্মান বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিন সর্বত্র ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার। আগামী সপ্তাহের শুরুতে দেশটিতে এই ভ্যাকসিনের প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
এসএস