কানাডার টরেন্টোতে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবারের (২৯ মে) এই ঘটনায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন আরও চারজন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে টরেন্টোর পিল এলাকার পুলিশ বিভাগ।

টুইটারে দেওয়া এক বার্তায় স্থানীয় পুলিশ বিভাগ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় সন্দেহজনক অভিযুক্ত কারও ব্যাপারে পুলিশের কাছে আগাম কোনো তথ্য ছিল না। হত্যাকাণ্ড ও অপরাধ তদন্ত বিষয়ক পুলিশের বিশেষ দল ঘটনাটি খতিয়ে দেখবে। তাৎক্ষণিকভাবে এর বেশি আর কোনো তথ্য দেয়নি পুলিশ।

স্থানীয় সংবাদদাতাদের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ছোট একটি শপিংমলের ভেতরে চিকেন ল্যান্ড নামে একটি রেস্টুরেন্টে এই গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে।

পরে শনিবার রাতে পিল পুলিশের কনস্টেবল ড্যানি মারটিনি সাংবাদিকদের বলেন, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পায়। এর মধ্যে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং বাকি চারজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবশ্য আহতদের শারীরিক অবস্থা, লিঙ্গ বা বয়স সম্পর্কে কোনো তথ্য দেননি মারটিনি।

সূত্র: রয়টার্স

টিএম