ভারত পাকিস্তানের পতাকা- ইনসেটে ‘অল ইন্ডিয়া মুসলিম জামাতের’ জাতীয় প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজভি বেরেলভি।

শত্রুদের পরাজয়, দেশের ঐক্য ও অখণ্ডতা বজায় চেয়ে জুমার নামাজের পর মসজিদগুলোতে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন ভারতের ‘অল ইন্ডিয়া মুসলিম জামাতের’ জাতীয় প্রেসিডেন্ট মাওলানা শাহাবুদ্দিন রেজভি বেরেলভি।

বৃহস্পতিবার (১ মার্চ) বিবৃতিতে তিনি বলেন, “আমি ভারতের সব মুসলিম, বিশেষ করে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানাচ্ছি, শুক্রবারের জুমার নামাজের পর দেশের ঐক্য ও অখণ্ডতা এবং ভারতের শত্রুদের পরাজয় কামনায় বিশেষ দোয়ার আয়োজন করুন।”

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এরপর এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ভারত অভিযোগ করছে, এ হামলার সঙ্গে পরোক্ষভাবে পাকিস্তান জড়িত। তবে দেশটি অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এরমধ্যে গত বুধবার পাকিস্তানের তথ্যমন্ত্রী মাঝরাতে হঠাৎ করে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেন। সেখানে তিনি দাবি করেন, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত পাকিস্তানে হামলা করবেন বলে তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে। 

ভারত হামলা করতে পারে— এমন বিষয় মাথায় রেখে বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে। সেনারা ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেন।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে। এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশ নেন।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, গতকাল বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়ে। পরবর্তীতে পাক সেনারা জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়।

আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে, এক্সপ্রেস ট্রিবিউন

এমটিআই