করোনা মহামারির কারণে গত বছর হজ বাতিল করা হয়। এ বছর করোনার টিকা এলেও করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই এ বছর ‘বিশেষ শর্ত’ ও বিধি অনুযায়ী অনুষ্ঠিত হবে পবিত্র হজ। 

প্রতি বছর বিশ্বের প্রায় ২৫ লাখ মানুষ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। ভারত থেকেও আনুমানিক ২ লাখ মানুষ প্রতি বছর হজ করেন। কিন্তু এ বছর ভারতীয়রা কি যেতে পারবেন হজে? এ নিয়ে শনিবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি।

মন্ত্রী বলেন, এ বছর হজ হবে কিনা তা সৌদি সরকারের ওপর নির্ভর করছে। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেবে ভারত।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কী পদ্ধতিতে এবং কোন কোন শর্ত মেনে হজ পালন করা যাবে তা পরে জানানো হবে। সৌদি আরবের স্বাস্থ্য ইনস্টিটিউট পরিস্থিতি মূল্যায়ন অব্যাহত রাখবে এবং সব মানুষের স্বাস্থ্য সুরক্ষায় পদক্ষেপ নেবে।

করোনা পরিস্থিতিতে গত বছরও সীমিত আকারে হজ পালন হয়। গতবার শুধু সৌদিতে বাস করা মানুষেরা হজ পালন করতে পেরেছিলেন।

মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজনের অন্যতম হজ। প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসলিম হজ করতে সৌদি যান। এছাড়া সারা বছরই ওমরাহ পালন করতে নানা দেশ থেকে হাজার হাজার মুসলমান সৌদি আরবে যান।

ওএফ