কলকাতায় বিজেপি কার্যালয়ের পাশ থেকে উদ্ধার ৪ বস্তা বোমা
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়ের খুব কাছ থেকে চার বস্তা তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত বস্তাগুলোর মধ্যে মোট ৫১টি বোমা ছিল। শনিবার (৫ জুন) রাতে বিজেপি কার্যালয়ের কাছে খিদিরপুর ও হেস্টিংস ক্রসিং এলাকা এসব বোমা উদ্ধার করা হয়।
কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনীর সেনা গোয়েন্দা (এমআই)-র দেওয়া তথ্যের ভিত্তিতে বিজেপি কার্যালয়ের কাছে হেস্টিং এলাকায় পড়ে থাকা কয়েকটি বস্তার ভেতরে বোমা থাকার সম্ভাবনার কথা জানতে পারে কলকাতা পুলিশ। এরপর পুলিশ নির্দিষ্ট জায়গায় পৌঁছে ৪টি বস্তা উদ্ধার করে। যার ভেতরে ছিল ৫১টি তাজা বোমা। পরে বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে সেগুলো নিয়ে যায়।
বিজ্ঞাপন
এদিকে কে বা কারা এই বোমাগুলো রেখে গেছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ওই এলাকার সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
নিরপত্তা সংশ্লিষ্টরা বলছেন, কলকাতায় একসঙ্গে এতো বোমা উদ্ধারের ঘটনা বিরল। এর আগে সেনা গোয়েন্দাদের খবরের ভিত্তিতে কলকাতার এন্টালি ও হেস্টিংস থেকে ৩০টি বোমা উদ্ধার হয়েছিল। ভোটের আগে কলকাতার আরও কযেকটি জায়গা থেকে উদ্ধার হয়েছিল প্রচুর বোমা। ভোট পরবর্তীকালে এই প্রথমবার তাজা বোমা উদ্ধার হল।
গত মার্চ ও এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়া পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় আশা নিয়ে অংশ নিয়েছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দুই শতাধিক আসনে জয় ছিনিয়ে নেওয়ার মাধ্যমে দলকে ক্ষমতায় আনতে ভোটের ময়দানে কোমর বেঁধে নেমেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্যরা। কিন্তু ২ মে ভোটের ফল প্রকাশের দিনে অমিত শাহের বেঁধে দেওয়া লক্ষ্যের ধারে-কাছেও পৌঁছায়নি বিজেপি।
২০০ তো দূরের কথা, ১০০ আসনও পায়নি তারা। সর্বসাকুল্যে ৭৭ আসনেই থেমে গেছে গেরুয়া রথ। পরে আবার দুই বিধায়ক পদত্যাগ করায় বিজেপির হাতে এখন রয়েছে ৭৫ জন বিধায়ক। এর মধ্যে কার্যালয়ের কাছ থেকে বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হতে পারে।
টিএম