ভারতে প্রথমবার শনাক্ত হওয়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরনের বিরুদ্ধে রাশিয়ার গামালায় ইনস্টিটিউটের তৈরি টিকা স্পুটনিক-৫ আরও বেশি কার্যকর বলে সর্বশেষ এক গবেষণার মাধ্যমে জানা গেছে।

নিজেদের অফিসিয়াল টুইটার পেজে মঙ্গলবার এক টুইট বার্তায় স্পুটনিক-৫ জানিয়েছে, তাদের তৈরি টিকা করোনা অন্য সব টিকাগুলোর চেয়ে ভারতীয় ধরনের সংক্রমণ ঠেকাতে আরও বেশি কার্যকর বলে তারা এক গবেষণার মাধ্যমে জেনেছে।  

টুইট বার্তায় লেখা হয়েছে, ‌ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনার ডেল্টা ধরনের বিরুদ্ধে কার্যকারিতা নিয়ে এই পর্যন্ত যেসব টিকার ট্রায়াল চালিয়ে পাওয়া ফলাফল প্রকাশিত হয়েছে, তার মধ্যে স্পুটনিক-৫ সবচেয়ে বেশি কার্যকর।’

তাতে আরও বলা হয়, ‘ডেল্টা ধরনের ওপর কার্যকারিতার বিষয়টি নিয়ে পাওয়া গবেষণালব্ধ ফলাফল প্রকাশের জন্য আন্তর্জাতিক একটি পিয়ার-রিভিউড জার্নালে তথ্য ও উপাত্ত দাখিল করেছে গামালায় ইনস্টিটিউট।’ 

স্পুটনিক-৫ করোনাভাইরাসের বিদ্যমান ধরনের বিরুদ্ধে ৯১ দশমিক ৬ শতাংশ কার্যকর বলে চূড়ান্ত ধাপের ট্রায়ালে জানা গেছে। বিশ্বের ৬৭টি দেশ এ পর্যন্ত এই টিকার অনুমোদন দিয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো এই টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয়নি। 

এএস