ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বিখ্যাত সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোর
যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের উপস্থাপক ক্রিস্টিয়ান আমানপোর ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এ জন্য সম্প্রতি তার বড় ধরনের অস্ত্রোপচার হয়েছে।
আমানপোর নিজেই এসব তথ্য দিয়েছেন। তারকা এই সাংবাদিক জানিয়েছেন, তিনি ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সারে ভুগছেন। সামনের কয়েকমাস তাকে কেমোথেরাপি দেওয়া হবে।
বিজ্ঞাপন
নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর জানানোর পাশাপাশি ওভারিয়ান বা ডিম্বাশয়ের ক্যান্সার বিষয়ে নারীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এ জন্য নিয়মিত ক্যান্সার স্ক্রিনিংয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
এই ক্যান্সারের লক্ষণ-উপসর্গ দেখে তা নির্ণয় করা খুব কঠিন কাজ বলেও মনে করেন তিনি। তবে চিকিৎসার বিষয়ে আশাবাদী আমানপোর।
বিজ্ঞাপন
সূত্র : বিবিসি।
এনএফ