চীনের রাজনৈতিক-সামরিক চাপে থাকা তাইওয়ানে ২৫ লাখ ডোজ কোভিড টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এসব টিকা তাইওয়ানের পথে রয়েছে। দ্বীপ অঞ্চলটির জন্য ওয়াশিংটন এর আগে যত ডোজ টিকা বরাদ্দ করেছিল এই সংখ্যাটা তার তিন গুণ।

ভূরাজনৈতিক স্বার্থে বেইজিংকে টেক্কা দিতে ওয়াশিংটনের কথিত ‌‘টিকা কূটনীতির’ আওতায় এর আগে তাইওয়ানকে ৭ লাখ ৫০ হাজার ডোজ টিকা দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে বাইডেন প্রশাসন এই সংখ্যাটা বাড়িয়ে ২৫ লাখ করেছে। 

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আজ শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক টুইট বার্তায় তাইওয়ানে টিকার চালান পাঠানোর কথা জানিয়ে লিখেছেন, ‘আমাদের দান করা ২৫ লাখ টিকার ডোজ এখন তাইওয়ানের পথে।’ 

চলতি মাসের শুরুতে মার্কিন সিনেটরদের তাইওয়ান সফর এবং সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে সম্পর্কের উত্তেজনার বৃদ্ধির মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেন নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের নয়া প্রশাসন তাইওয়ানকে বিনামূল্যে টিকা পাঠানোর ঘোষণা দিল।

তাইওয়ান নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে দাবি করলেও চীন তাইওয়ানকে নিজেদের ‘অবিচ্ছেদ্য অংশ’ মনে করে। এছাড়াও আন্তর্জাতিক রাজনীতিতে চীনের কাছে সবচেয়ে স্পর্শকাতর প্রসঙ্গ তাইওয়ান। এ কারণে তাইওয়ানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলে যুক্তরাষ্ট্র।

অবশ্য চীনও বারবার তাইওয়ানকে করোনার টিকা দেওয়ার প্রস্তাব দিয়ে এসেছে। কিন্তু তাইপে চীনা টিকার ‘সুরক্ষা’ নিয়ে উদ্বেগ জানিয়ে বেইজিংয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। এমন সময়ে চীনের বদলে যুক্তরাষ্ট্রের টিকা নেওয়ায় স্বভাবতই ক্ষুব্ধ হবে বেইজিং।

এএস