স্কুল-শিক্ষার্থীদের ভালুকের হাত থেকে রক্ষা করতে পদক্ষেপ নেবে জাপান
জাপানের শিক্ষা মন্ত্রণালয় দেশব্যাপী স্কুল বোর্ডগুলোকে বুনো ভালুকের স্কুলে প্রবেশ রোধ এবং শিশুদের হেঁটে স্কুলে যাতায়াতের সময় নিরাপদ রাখার পদক্ষেপ সম্পর্কে অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে।
সারা দেশেই বিভিন্ন স্কুলের প্রাঙ্গণে ভালুক দেখতে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন
উত্তর জাপানের ইয়ামাগাতা জেলার এক প্রাথমিক স্কুলে বুধবার সকালে একটি ভালুক কাঁচের দরজা ভেঙে ফেলার পর, বাধ্য হয়ে ক্লাস বাতিল করতে হয়েছে।
মন্ত্রণালয় দ্রুত হলে এই সপ্তাহেই স্কুল বোর্ডগুলোকে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত নোটিশ পাঠানোর পরিকল্পনা করেছে। পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে আবর্জনা ফেলার স্থান তালাবন্ধ রাখা, শিশুদের খাবার নিয়ে না হাঁটার নির্দেশ দেওয়া এবং কাছাকাছি ভালুক বেরোনোর খবর পেলে পিতামাতা বা অন্য অভিভাবকদের বাচ্চাদের স্কুলে পৌঁছে দিতে বা স্কুল থেকে নিয়ে যেতে বলা।
বিজ্ঞাপন
নোটিশে স্কুলগুলোকে তাদের সংকট ব্যবস্থাপনা ম্যানুয়ালে ভালুক থেকে সুরক্ষিত থাকার ব্যবস্থা যুক্ত করার আহ্বানও জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে শিশুদের নিরাপদ রাখতে তারা দ্রুত পদক্ষেপ নেবেন, কারণ এখন এমন সব এলাকায় ভালুক দেখা যাচ্ছে যেখানে আগে এদের দেখা যেত না।
সূত্র: এনএইচকে।
এনএফ