যৌন সহিংসতার জন্য নারীদের দায় আছে বলে দুই মাস আগে মন্তব্য করে ব্যাপক সমালোচনার জন্ম দেওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবারও একই ধরনের মন্তব্য করে দেশটিতে তোপের মুখে পড়েছেন। তিনি বলেছেন, একজন নারী যদি স্বল্প বসন পরেন তাহলে এটি অবশ্যই পুরুষদের প্রলোভিত করবে; যদি না তারা রোবট হয়।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী বলেছেন, প্রলোভন এড়ানোই নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা প্রতিরোধের অন্যতম উপায়। এর আগে, গত এপ্রিলে পাকিস্তানের জনগণের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে ইমরান খান বলেছিলেন, নারীদের অশ্লীল পোশাকের কারণেই পাকিস্তানে যৌন সহিংসতা বৃদ্ধি পাচ্ছে— বিশেষ করে শিশুদের বিরুদ্ধে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে আগের ওই মন্তব্যের পক্ষে সাফাই গেয়ে তিনি বলেন, ... আমি পর্দাপ্রথার ধারণার কথা বলেছিলাম। সমাজে প্রলোভন এড়ানোর কথা বলেছিলাম। আমাদের এখানে কোনও ডিস্কো নেই, কোনও নাইটক্লাবও নেই। এখানে একেবারে ভিন্ন ধারার জীবনযাত্রা রয়েছে। সুতরাং আপনি যদি সমাজে কোনও ধরনের প্রলোভনের উত্তাপ ছড়ান, তাহলে কোথাও যাওয়ার উপায় না পাওয়া তরুণ সমাজের ওপর এর প্রভাব পড়বে।

নারীদের পোশাক যৌন সহিংসতা উস্কে দেয় কি-না এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন, একজন নারী যদি খুবই স্বল্প বসন পরেন, তাহলে এটি পুরুষদের ওপর প্রভাব ফেলবে; যদি তারা রোবট না হন। এটি সাধারণ কাণ্ডজ্ঞানের ব্যাপার।

পোশাক আরও কম হলে কী হতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি নির্ভর করছে আপনি কোন সমাজে বসবাস করছেন তার ওপর। যদি কোনও সমাজে লোকজন এ ধরনের জিনিস না দেখে থাকেন, তাহলে এটি তাদের ওপর প্রভাব ফেলবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‌‘অসুস্থ, নারী বিদ্বেষী এবং উচ্ছন্নে যাওয়া পুরুষ’ বলে তীব্র সমালোচনা করেছেন দেশটির রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব।

এক টুইট বার্তায় তিনি বলেছেন, বিশ্ব একজন ‌অসুস্থ, নারী বিদ্বেষী, উচ্ছন্নে যাওয়া ও কাণ্ডজ্ঞানহীন প্রধানমন্ত্রীর মানসিকতার অন্তর্দৃষ্টি সম্পর্কে জানতে পেয়েছে। কাউকে যৌন নিপীড়নের দিকে ধাবিত করা নারীর পছন্দের বিষয় নয়। বরং এটি পুরুষদের পছন্দ; যারা এই ঘৃণ্য এবং জঘন্য অপরাধে জড়িত থাকতে পছন্দ করেন। 

পাকিস্তানের সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে প্রত্যেকদিন গড়ে কমপক্ষে ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। গত ছয় বছরে পুলিশের কাছে ২২ হাজারের বেশি ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে মাত্র ৭৭ জন অভিযুক্তের সাজা হয়েছে; যা ধর্ষণের মোট অভিযোগের মাত্র ০ দশমিক ৩ শতাংশ বলে জিও নিউজ জানিয়েছে।

এসএস