শাড়ি নিয়ে ঝগড়া, বিয়ের আগ মুহূর্তে হবুবধূকে হত্যা
ভারতের গুজরাটে বিয়ের আগ মুহূর্তে হবুবধূকে হত্যা করেছেন এক ব্যক্তি। তারা আগে থেকেই লিভ টুগেদার করছিলেন। গতকাল শনিবার (১৫ নভেম্বর) তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের আগে তাদের মধ্যে শাড়ি ও অর্থ নিয়ে ঝগড়া হয়। এরপর নিজের হবুবধূকে লোহার রড দিয়ে আঘাত করেন। এছাড়া তারা মাথা দেওয়ালের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা মারেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি পুলিশের বরাতে জানিয়েছে, স্বজন বারৈ এবং সোনি হিম্মত রাথোদ নামের এ যুগল গত এক থেকে দেড় বছর ধরে একসাথে থাকছিলেন। তাদের মধ্যে এনগেজমেন্টসহ অন্যান্য সব রীতিনীতি শেষ হয়েছিল। গতকাল শনিবার তারা বিয়ে বন্ধনে আবদ্ধ হতো।
বিজ্ঞাপন
কিন্তু বিয়ের মাত্র এক ঘণ্টা আগে শাড়ি ও টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই সময় স্বজন সোনিকে লোহার রড দিয়ে আঘাত করে এবং দেওয়ালের সঙ্গে তার মাথাকে প্রচণ্ড জোরে ধাক্কা মারে।
ওই সময় বাড়ি থেকে পালিয়ে যায় স্বজন। এরআগে ঘরের ভেতর ভাঙচুর চালিয়ে যায় সে। ঘটনা সম্পর্কে জানতে পেরে পুলিশ সেখানে উপস্থিত হয়।
বিজ্ঞাপন
পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট আরআর সিংঘাল বলেছেন, “পরিবারের আপত্তি সত্ত্বেও ওই যুগল লিভ টুগেদারে ছিল। এক থেকে দেড় বছর ধরে তারা একসঙ্গে ছিল। গতকাল ছিল তাদের বিয়ের দিন। কিন্তু এর আগে শাড়ি ও টাকা নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। ওই সময় স্বজন সোনিকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তনাধীন আছে।
একটি সূত্র জানিয়েছে, হবুবধূকে হত্যার আগে এক প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করেছিল স্বজন।
সূত্র: এনডিটিভি
এমটিআই