ফেসবুকে জঙ্গিগোষ্ঠীর পোস্ট শেয়ার, মালয়েশিয়ায় বাংলাদেশির ১০ বছরের দণ্ড
ফেসবুকে জঙ্গিগোষ্ঠীর পক্ষে পোস্ট এবং তাদের দেওয়া বিভিন্ন ভিডিও ও পোস্ট শেয়ার করায় মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির সুপ্রিম কোর্ট এই কারাদণ্ড দেন।
সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশির নাম মোহাম্মদ দিদারুল আলম। ২৯ বছর বয়সী এ বাংলাদেশি রেস্তেরাঁয় কাজ করতেন।
বিজ্ঞাপন
সুপ্রিম কোর্টের বিচারক দাতুক আজহার আব্দুল হামিদ এই রায় দেন। দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি।
দিদারুল আলম ‘আল মুবিন ইসলাম’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট দিয়ে জঙ্গিগোষ্ঠীর পোস্ট শেয়ার এবং তাদের পক্ষে পোস্ট দিতেন। তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা করা হয়েছে সেটির সর্বোচ্চ শাস্তি ৪০ বছরের কারাদণ্ড। তবে তাকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড।
বিজ্ঞাপন
পুলিশ তাদের তদন্তে খুঁজে পেয়েছে, দিদারুল আলম তার ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে জঙ্গিগোষ্ঠীর প্রচারণা চালাতেন। ভিডিও ও লেখা পোস্টের পাশাপাশি অন্যান্য কনটেন্ট শেয়ার করতেন তিনি।
মালয়েশিয়ার ডেপুটি পাবলিক প্রসিকিউটর আদালতকে আহ্বান জানান, দিদারুলম আলমের বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এতে করে অন্য কেউ বা বিদেশিরা এ ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবে না।
দিদারুল আলমের বিরুদ্ধে আগে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো রেকর্ড নেই বলে জানিয়েছেন ডেপুটি পাবলিখ প্রসিকিউটর। কিন্তু তিনি জঙ্গিগোষ্ঠীর প্রচারণা চালিয়ে যে কাজ করেছেন এটি মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি।
আদালতে দিদারুল জানান তিনি বাংলাদেশে তার বাবা-মা ও পরিবারকে চালান। এজন্য দোষ শিকার করেও তাকে ক্ষমা করে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।
সূত্র: মালয়মেইল
এমটিআই