সৌদি আরবের একাধিক জায়গায় বিরল তুষারপাত (ভিডিও)
সৌদি আরবের তাবুক এবং হাইলসহ একাধিক জায়গায় বিরল তুষারপাত হয়েছে। তুষারে ঢেকে যাওয়া পাহাড়গুলিতে সেখানকার মানুষ আনন্দে মেতে উঠেছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, তাবুক এবং হাইলের পাহাড়ি এলাকা, আর বিশেষ করে জর্ডান সীমান্তবর্তী জাবাল আল লজের উঁচু অঞ্চলগুলো তুষারে ঢাকা পড়েছে। এমন অনাকাঙ্খিত তুষারপাতের পর এটি উপভোগে ঝাঁপিয়ে পড়েন সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
সামাজিকমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, অনেকেই বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে তুষার দেখতে এসেছেন। তারা ছবি তুলছেন, ঐতিহ্যবাহী গানের তালে নাচছেন এবং কেউ কেউ স্কাই ডাইভিং করছেন।
সৌদির অন্যতম উঁচু স্থান হলো জাবাল আল লজ। সেখানকার বেশিরভাগ অংশ তুষারে সাদা হয়ে গেছে।
বিজ্ঞাপন
— | sahab (@sahabnews1) December 17, 2025
সৌদির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় তুষারপাত হয়েছে। রাজধানী রিয়াদের আল ঘাটের বাসিন্দারা জানিয়েছেন, তাদের এখানে তুষারের দেখা মেলা অতি বিরল ঘটনা। তারা বলেছেন, গত কয়েক দশকে সম্ভবত প্রথমবারের মতো সেখানে তুষারপাত হয়েছে।
এদিকে এরআগে সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র সতর্কতা দিয়েছিল, দেশের কোথাও কোথাও তাপমাত্রা বহুলাংশে হ্রাস পেতে পারে। তারা তাবুক এবং হাইলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছিল।
সূত্র: গালফ নিউজ
এমটিআই