মার্কিন গোয়েন্দাদের তথ্য
পুরো ইউক্রেন দখলের লক্ষ্য এখনো বাদ দেননি পুতিন, চান ইউরোপের অংশও
ইউক্রেন পুরোটা এবং ইউরোপে যুক্ত হওয়া সাবেক সোভিয়েত ইউনিয়নের কিছু ভূখণ্ড দখল করার লক্ষ্য পুতিন এখনো বাদ দেননি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংশ্লিষ্ট ছয়টি সূত্র এ তথ্য জানিয়েছেন বলে রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক হামলা চালানোর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন বছর ধরে দেশটিতে যুদ্ধ করছে তার সেনারা।
বিজ্ঞাপন
তবে যুক্তরাষ্ট্র এ যুদ্ধ এখন বন্ধ করার চেষ্টা করছে। যদি তাদের শর্ত অনুযায়ী যুদ্ধ শেষ হয় তাহলে পুতিনকে তার চাহিদার চেয়ে কম ভূখণ্ড নিয়ে সন্তুষ্ট থাকতে হবে।
পুতিনকে নিয়ে যুক্তরাষ্ট্র যেসব গোয়েন্দা প্রতিবেদন তৈরি করেছে সেগুলো থেকে জানা গেছে এ তথ্য। এরমধ্যে সর্বশেষ প্রতিবেদন গত সেপ্টেম্বর মাসে তৈরি করা হয়েছে।
বিজ্ঞাপন
পুতিন দাবি করে থাকেন ইউরোপের দেশগুলোর জন্য তিনি হুমকি না। তবে মার্কিনিদের গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে উল্টো কথা।
যুক্তরাষ্ট্রের হাউজ ইন্টিলিজেন্স কমিটির ডেমোক্র্যাটিক সদস্য মাইক কুইগলে রয়টার্সকে বলেছেন, “গোয়েন্দা তথ্য সবসময় এক, পুতিন আরও ভূখণ্ড চান। ইউরোপীয়রা এটি মনে করে। পোল্যান্ডের মানুষও একই জিনিস মনে করে। বাল্টিক অঞ্চলের দেশগুলো মনে করে তাদের ওপর প্রথম হামলা হবে।”
বর্তমানে ইউক্রেনের ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। এরমধ্যে দনবাসের বেশিরভাগ অংশ তাদের দখলে। তবে পুতিন দনবাস পুরোটা চান। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এতে রাজি হচ্ছেন না।
সূত্র: রয়টার্স
এমটিআই