১৩ মাসে সর্বনিম্ন সংক্রমণ দিল্লিতে
করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের উচ্চহার কাটিয়ে ওঠার আভাস দেখা যাচ্ছে ভারতে। যদিও দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা এখনও হাজারের ওপরেই রয়ে গেছে।
শনিবার ভারতের রাজধানী দিল্লির স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমণের হার ০.১২ শতাংশ, যা এখনও পর্যন্ত সর্বনিম্ন। আর মৃত্যু হয়েছে ৯ জনের। দিল্লিতে এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯৬১ জনের। দৈনিক সংক্রমণ কমায় দিল্লিতে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ৫৯৮ জন।
বিজ্ঞাপন
শনিবারের ওই হিসাব অনুযায়ী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ৮৫ জন; যা ১৩ মাসে সর্বনিম্ন।
১৬ ফেব্রুয়ারির পরে গত সোমবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০- র নীচে নেমেছিল। যদিও তার পরে ফের তা ১০০-র বেশি হয়। শনিবার সেই সংখ্যা আবার ১০০-র নীচে নামে।
বিজ্ঞাপন
দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও এখনই নিশ্চিন্ত হওয়ার কথা বলছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, রাজধানীতে ফের তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই প্রশাসনকে তৎপর থাকতে বলা হয়েছে, যাতে ফের আক্রান্তের সংখ্যা বাড়লেও পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হয়।
এদিকে রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৫০ হাজার ৪০ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় দেড় হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২ লাখ ৩৩ হাজারের বেশি।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ২৫৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ৭৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৯৫ হাজার ৭৫১ জন।
এনএফ