মার্কিন পর্যবেক্ষক সংস্থার হুঁশিয়ারি
ভারত ও পাকিস্তানের মধ্যে ২০২৬ সালে যুদ্ধ বাঁধতে পারে
‘সন্ত্রাসী কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায়’ আগামী বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র যুদ্ধ বাঁধতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ‘দ্য কাউন্সিল অন ফরেন রিলেশন্স’। তারা মার্কিন নাগরিকের ওপর জরিপ চালিয়ে থাকে। সংস্থাটির বিশেষজ্ঞরা বলেছেন, ট্রাম্প প্রশাসন নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার উত্তেজনা নিরসনে কাজ করেছে।
চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এরআগের মাসে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এ হামলার পেছনে পাকিস্তান দায়ী অভিযোগ তুলে পাকিস্তানে মে মাসে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা চালায়।
বিজ্ঞাপন
ভারতীয় সেনাবাহিনী ৭ মে ভোরে পাকিস্তানের বিভিন্ন জায়গায় প্রথমে মিসাইল ছোড়ে। এরপর পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করে। যারমধ্যে ফ্রান্সের তৈরি সর্বাধুনিক রাফায়েল যুদ্ধবিমানও ছিল।
চারদিনের যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। যদিও ভারত ট্রাম্পের অবদানের কথা স্বীকার করে না।
বিজ্ঞাপন
ভারত ও পাকিস্তানের মধ্যে এখনো উত্তেজনা বিরাজমান। দুই দেশই সীমান্তে সার্বক্ষণিক সেনাদের প্রস্তুত রাখে। এছাড়া যুদ্ধবিমানও যে কোনো সময় অভিযান চালানোর জন্য থাকে প্রস্তুত।
সূত্র: এনডিটিভি
এমটিআই