চান পাতলা এবং সুন্দর রক্ত
চিকিৎসকের নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ সেবন করেন ট্রাম্প
রক্ত পাতলা রাখার জন্য চিকিৎসকের নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি ওষুধ সেবন করেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেছেন, রক্ত পাতলা করতে চিকিৎসক তাকে যে পরিমাণ এসপিরিন গ্রহণ করতে বলেছেন তার চেয়ে বেশি পরিমাণ ওষুধ গ্রহণ করেন তিনি।
ট্রাম্প বলেছেন, “চিকিৎসরা বলেন রক্ত পাতলা করার জন্য এসপিরিন ভালো। আমি চাই না (শুধু) পাতলা রক্ত আমার হার্টের মধ্যে দিয়ে প্রবাহিত হোক। আমি চাই সুন্দর এবং পাতলা রক্ত আমার হার্টে প্রবাহিত হোক। এটা কি যুক্তিসঙ্গত?”
বিজ্ঞাপন
৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট। ইতিহাসে সবচেয়ে বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট হলেন জো বাইডেন। ২০২৪ সালের নির্বাচনের সময় তার বয়স ছিল ৮২ বছর। ওই সময় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। বাইডেনের বদলে রিপাবলিকান পার্টির ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়াই করেন কমালা হ্যারিস।
ট্রাম্পের স্বাস্থ্য নিয়েও মাঝে মাঝে প্রশ্ন ওঠে। কয়েকদিন আগে তার হাতে ক্ষত দেখা গিয়েছিল। এছাড়া গত অক্টোবরে এমআরআই পরীক্ষা করান তিনি। একাধিক অনুষ্ঠানে তাকে ঘুমিয়ে যেতে দেখা গেছে। এতে করে তার সুস্থতা নিয়ে আরও প্রশ্ন উঠেছে।
বিজ্ঞাপন
এদিকে মায়ো ক্লিনিকের তথ্য অনুযায়ী, ৬০ বছর বা তার বেশি বয়সী মানুষ যদি প্রতিদিন এসপিরিন ওষুধ গ্রহণ করেন তাহলে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। তাদের মতে, প্রতিদিন সর্বনিম্ন ৮১ মিলিগ্রাম এসপিরিন সেবনের জন্য চিকিৎসকরা বলে থাকেন।
মার্কিন প্রেসিডেন্টের চিকিৎসক সিন বারবাবেল্লা জার্নালটিকে বলেছেন, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ট্রাম্প প্রতিদিন ৩২৫ গ্রাম এসপিরিন গ্রহণ করেন।
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
এমটিআই