ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরতে যাওয়া কোনো সেনা নিহত হননি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে তাকে আটক করে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী ইউনিট ডেল্টা ফোর্স।

ট্রাম্প জানিয়েছেন, চারদিন আগেই মাদুরোকে আটকের অভিযান চালানোর কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় তারিখ পরিবর্তন করা হয়।

সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক টেলি সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, “অভিযানটি আমি সরাসরি দেখতে পেরেছি। আমি অভিযানের প্রতিটি অংশ দেখেছি। ভেনেজুয়েলায় অভিযানে থাকা সেনা ও আমরা যারা ফ্লোরিডায় ছিলাম তাদের মধ্যে যোগাযোগ হয়েছে সেগুলোও শুনতে পেয়েছি।”

“আমাদের সেনাদের যে পেশাদারিত্ব, তাদের নেতৃত্ব দেখা ছিল অসাধারণ ব্যাপার। আমাদের যে সরঞ্জাম আছে সেগুলোর কোয়ালিটি, এগুলো কত ভালো কাজ করে তা দেখতে পারাও ছিল অসাধারণ”

কোনো সেনা নিহত হয়নি জানিয়ে ট্রাম্প বলেছেন, “কয়েকজন আহত আছে। কিন্তু আমাদের দিকে কোনো নিহত নেই। এটি সত্যিই অসাধারণ।”

আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের প্রত্যাহারের সময় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেটির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হাস্যরসে পরিণত হয়েছিল উল্লেখ করে ট্রাম্প বলেন, “আমরা এখন আর হাসির পাত্র নই।”

সূত্র: ফক্স নিউজ

এমটিআই