জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সঠিক সিদ্ধান্ত নিলে ভেনেজুয়েলার এ সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
যদি ভেনেজুয়েলার বর্তমান সরকার ‘সঠিক সিদ্ধান্ত’ নেয় তাহলে তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
রোববার (৪ জানুয়ারি) সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ পোগ্রামে রুবিও বলেন, “তারা কি করে সেটির দেখে সবকিছুই আমরা বিচারে নেব। আমরা দেখব তারা কি করে। আমি জানি : যদি তারা সঠিক সিদ্ধান্ত না নেয় তাহলে যুক্তরাষ্ট্রের হাতে প্রভাব বিস্তারের একাধিক কৌশল বহাল থাকবে।”
বিজ্ঞাপন
গতকাল মধ্যরাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স। তাকে আনা হয়েছে নিউইয়র্কে। সেখানে একটি কারাগারে বন্দি আছেন তিনি।
মাদুরোকে মার্কিনিরা আটক করার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রেসিডেন্টের দায়িত্ব নেন।
বিজ্ঞাপন
রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বর্তমান প্রেসিডেন্ট ও তার পুরো মন্ত্রিসভার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে।
তিন বলেন, “আমরা দেখব সামনে কি হয়। তারা কি করে সেটির ওপর ভিত্তি করে আমরা আমাদের মূল্যায়ন করব। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার প্রকাশ্যে কি বলে, আগে তারা কি করেছে সেগুলো আমরা মূল্যায়ন করব না। সামনে তারা কি করে সেটি মূল্যায়ন করব।”
মাদুরোকে আটক করার পর দেশটির বিরোধী দলীয় নেত্রী নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো গতকাল বলেছিলেন, তারা ক্ষমতা নিতে প্রস্তুত। এ ব্যাপারে প্রশ্ন করলে রুবিও জানান, তারা ভেনেজুয়েলাকে গড়ার কাজ হাতে নেবেন না। অর্থাৎ এখন সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই। তারা এতে জড়িত হতেও চান না।
যুক্তরাষ্ট্র ইরাক, লিবিয়া ও আফগানিস্তানে হামলা চালিয়ে সেখানে নিজেদের আজ্ঞাবহ সরকার গঠন করতে চেয়েছিল। কিন্তু ভেনেজুয়েলায় মধ্যপ্রাচ্যের মতো এমন কিছু যুক্তরাষ্ট্র করবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র: সিবিএস
এমটিআই