ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র ওরেশনিক ছুড়ল রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে হামলার জবাব দিতে ইউক্রেনে শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্র ওরেশনিক নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী। আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট পুতিনের বাসভবনে ড্রোন হামলার জবাব দিতে ইউক্রেনে গতকাল রাতে ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রুশ প্রতিরক্ষা বাহিনী।”
বিজ্ঞাপন
“ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন নির্মাণ কারখানা ও দেশটির মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে লক্ষ্য করে পরিচালিত এই হামলা সফল হয়েছে। ওরেশনিক নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আমরা আগেও বলেছি, আবারও বলছি— ইউক্রেনের দুর্বৃত্ত সরকারের প্রতিটি সন্ত্রাসী পদক্ষেপের যোগ্য জবাব দেওয়া হবে।”
গত ২৯ ডিসেম্বর রাশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগোরোদে প্রেসিডেন্ট পুতিনের একটি সরকারি বাসভবনকে লক্ষ্য করে রাতভর ৯১টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করে ইউক্রেনের সেনাবাহিনী। তবে মূল লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেসব ড্রোনকে আটকে ফেলতে পেরেছিল রুশ সেনাবাহিনী।
বিজ্ঞাপন
লভিভের মেয়র আন্দ্রিয়ে সাদোভোয় এক বিবৃতিতে জানিয়েছেন, তার শহরে ‘একটি জটিল অবকাঠামো’ আঘাত হেনেছে।
প্রসঙ্গত, ‘ওরেশনিক’ একটি রুশ শব্দ, যার অর্থ ‘হ্যাজেল গাছ’। হ্যাজেল একটি মাঝারি আকারের ঝোপালো গাছ, যার ডালপালা-পাতা গুচ্ছ হয়ে ছড়িয়ে থাকে। রাশিয়ার আলোচিত নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রটি দেখতে অনেকটা হ্যাজেল গাছের কাণ্ডের মতো। গাছটির অবয়বের সঙ্গে এই ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণের সাদৃশ্য রয়েছে।
মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক সর্বোচ্চ ৫ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি কোনো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নয়। তবে এর সবচেয়ে শক্তিশালী দিক হলো গতি। ওরেশনিক ক্ষেপণাস্ত্র বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র। শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১ দশমিক ২৩ মিটার। ওরেশনিকের গতি শব্দের চেয়ে ১১ গুণ বেশি। বিশ্বে বর্তমানে এমন কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই, যা ওরেশনিককে আটকাতে পারে।
তাছাড়া এটি সাধারণ বিস্ফোরকের পাশাপাশি পারমানবিক বিস্ফোরকও বহন করতে সক্ষম। অর্থাৎ পারমানবিক বিস্ফোরক সংযোজনের মাধ্যমে ওরেশনিকক সহজেই পরমাণু ক্ষেপণাস্ত্রতে রূপান্তর করা যায়।
ইউক্রেনে এই নিয়ে দ্বিতীয়বার ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছুড়ল রুশ বাহিনী। প্রথমবার ছোড়া হয়েছিল ২০২৪ সালের ২২ নভেম্বর।
সূত্র : রয়টার্স
এসএমডব্লিউ