ইরানের ক্রাউন প্রিন্সকে সমর্থন প্রদানের প্রশ্নে যা বললেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে নির্বাসিত ইরানের ক্রাউন প্রিন্স রেজা পাহলভিকে একজন চমৎকার মানুষ বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; তবে যদি চলমান আন্দোলনের জেরে দেশটির ইসলামপন্থি সরকারের পতন ঘটে, সেক্ষেত্রে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রেজা পাহলভিকে সমর্থন দেবেন কি না— সে ব্যাপারে এখনও নিশ্চিত নন তিনি।
গতকাল বৃহস্পতিবার মার্কিন পডকাস্টার হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “হ্যাঁ, তার (রেজা পাহলভি) সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে এবং তাকে একজন চমৎকার মানুষ বলে মনে হয়েছে আমার; কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাকে (ইরানের) প্রেসিডেন্ট হিসেবে (আমার) সমর্থন দেওয়া সঠিক হবে কি না— সে ব্যাপারে আমি নিশ্চিত নই।”
বিজ্ঞাপন
“আমার মনে হয় আমাদের উচিত সবাইকে সেখানে যেতে দেওয়া এবং শেষে কার উত্থান ঘটে— তা দেখা। কোনো নির্দিষ্ট ব্যক্তিকে এখনই সমর্থন প্রদান করা সঠিক হবে কি না— সে ব্যাপারে এখনও নিশ্চিত নই।”
ইরানের জনগণের ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই ফের প্রাসঙ্গিক হয়ে উঠেছেন দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি (৬৬)। গতকাল বৃহস্পতিবার ইরানের সাধারণ জনগণকে আন্দোলন আরও বড় ও সুশৃঙ্খল করার নির্দেশনা দিয়েছেন তিনি। সশস্ত্র বাহিনীর সদস্যদেরও জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
বিজ্ঞাপন
১৯৭৯ সালে যখন ইরানে ইসলামি বিপ্লব হয়, তার আগের বছর ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে সামরিক প্রশিক্ষণের জন্য গিয়েছিলেন রেজা পাহলভি। ইসলামি বিপ্লবের পর আর দেশে ফেরা হয়নি তার। বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে নির্বাসিত জীবনযাপন করছেন পাহলভি।
পাহলভির বাবা মোহম্মদ রেজা শাহ পাহলভি ছিলেন ইরানের শেষ শাহ বা রাজা। ইসলামি বিপ্লবের পর তিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। ১৯৮০ সালে কায়রোতে নির্বাসিত অবস্থায় মৃত্যু হয় তার। পিতার মৃত্যুর পর পরিবারের স্বজন ও ইরানের শাহপন্থিরা রেজা পাহলভিকে ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করে।
সূত্র : ইরান ইন্টারন্যাশনাল
এসএমডব্লিউ