ইরানে হামলা চালানো নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা যুক্তরাষ্ট্রের
ইরানে সম্ভাব্য হামলা চালানো নিয়ে প্রাথমিক আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল শনিবার (১০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে।
তারা বলেছে, ইরানে চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের হত্যা করা হলে ইরানে হামলা চালানো হবে বলে একাধিকবার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার এ হুমকির প্রেক্ষিতে সম্ভাব্য হামলা নিয়ে আলোচনা হয়েছে।
বিজ্ঞাপন
নাম গোপন রাখার শর্তে ওয়ালস্ট্রিট জার্নাল বলেছে, যদি হামলা চালানো হয় তাহলে কোন কোন জায়গায় হামলা চালানো হবে সেগুলো নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। এরমধ্যে একটি বিষয়ে ভাবা হচ্ছে— ইরানের সেনাবাহিনীর অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক আকারে বিমান হামলা চালানো হবে।
তবে ইরানে এখনই হামলার কোনো নির্দেশক দেখা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। তারা বলেছে, ইরানে হামলা চালানোর জন্য কোনো সামরিক সরঞ্জাম বা সেনার মুভমেন্ট হয়নি।
বিজ্ঞাপন
সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল
এমটিআই