ভারতের কেরালার যুবক রেঞ্জিথ সোমারাজন দুবাইয়ে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। খুব যে ভালো ছিলেন তা নয়, আবার একেবারে খারাপও ছিলেন না। 

তবে এবার হয়তো ভালো থাকার সময় চলে এসেছে রেঞ্জিথের।  হঠাৎ করেই পেয়ে গেলেন ৪০ কোটি টাকা। ৩৭ বছর বয়সী রেঞ্জিথ সোমারাজন আসলে লটারি জিতেছেন। তবে রেঞ্জিথ একা নন, তিনি ও তার মোট ৯ সঙ্গী একসঙ্গে জিতেছেন এই অর্থ। 

জ্যাকপট জিতে রেঞ্জিথ বলেছেন, আমি কোনোদিন ভাবিনি যে জ্যাকপট জিতব, বরাবর দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কারের জন্য আশা করতাম। 

রেঞ্জিথের এই জ্যাকপট জেতাটা একদিনের কোনো বিষয় নয়। গত তিন বছর ধরে এ চেষ্টা চালিয়ে আসছেন তিনি, অর্থাৎ তিন বছর ধরে লটারির টিকিট কিনছেন রেঞ্জিথ।  

বহুদিন ধরেই নিজের আয় বাড়ানোর চেষ্টা করে আসছেন তিনি। সে আশায় একের পর এক কাজ করেছেন ও ছেড়েছেন। ২০০৮ সাল থেকে দুবাইয়ে ট্যাক্সি চালাচ্ছেন তিনি। মাঝে কিছুদিন ড্রাইভার কাম সেলসম্যানের কাজও করেছিলেন। 

লটারি জেতার পর রেঞ্জিথ বলছেন, আমরা সবমিলিয়ে ১০ জন। দুটো টিকিট কিনলে একটা ফ্রি এই অফারে আমরা সবাই ১০০ দিরহাম খরচ করেছিলাম। টিকিট কিনেছিলাম আমার নামেই।

এনএফ