ভারতের সাবেক ​রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত প্রণব মুখার্জির ছেলে কংগ্রেসের সাবেক এমপি অভিজিৎ মুখার্জি আজ সোমবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যমগুলোতে জোর গুঞ্জন শোনা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমস লিখেছে, দীর্ঘদিনের জল্পনা আজই সত্যি হতে পারে। সূত্রের খবর, সোমবার বিকেলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন অভিজিৎ মুখোপাধ্যায়। জানা গেছে, তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেবেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকা আজ জানিয়েছে, বিকেলে তৃণমূল ভবনে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে এক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দেবেন। তিনি সম্ভবত অভিজিৎ।

গত ২১ জুন সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যান অভিজিৎ মুখার্জি। সেখানে বেশ কিছুক্ষণ অভিষেকের সঙ্গে কথা হয় তার। এরপরই আরও জোরালো হয় অভিজিতের দলবদলের জল্পনা। 

তার আগে সাংসদ ও তৃণমূল জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান, দুই মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গে চা-চক্রে দেখা করেছিলেন অভিজিৎ। তখন থেকেই দলবদলের জল্পনা শুরু হয়েছিল।

অভিজিৎ মুর্শিদাবাদের জঙ্গিপুর আসনের এমপি ছিলেন। ধারণা করা হচ্ছে যে, জঙ্গিপুর থেকে অভিজিৎকে টিকিট দিতে পারে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের যে বিধানসভা কেন্দ্রগুলোতে উপনির্বাচন হবে, তার মধ্যে একটি হলো জঙ্গিপুর। 

২০১২ সালের কংগ্রেস সরকারে রাষ্ট্রপতি হলে জঙ্গিপুর আসন থেকে পদত্যাগ করেন প্রণব মুখার্জি। উপ-নির্বাচনে সেই আসন থেকে জিতে লোকসভায় গিয়েছিলেন অভিজিৎ। ২০১৪ সালেও জয় পান তিনি। কিন্তু ২০১৯ সালের নির্বাচনে হেরে যান তিনি।

এএস