উত্তরপ্রদেশে দুই সন্তানের বেশি নিলে সরকারি চাকরি নয়
রাজ্যের জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য নতুন একটি বিলের খসড়া প্রস্তাব করা হয়েছে ভারতের উত্তরপ্রদেশে। নতুন এই জনসংখ্যা নিয়ন্ত্রণ বিলে বলা হয়েছে, উত্তরপ্রদেশে কেউ যদি দুই সন্তান নীতি লঙ্ঘন করেন, তাহলে তিনি স্থানীয় বিভিন্ন নির্বাচন, সরকারি চাকরিতে পদোন্নতি এবং সরকারের যে কোনও ধরনের সহায়তা থেকে বঞ্চিত হবেন।
উত্তরপ্রদেশের রাজ্য আইন কমিশন (ইউপিএসএলসি) বলেছে, এসব বিধি-বিধান উত্তরপ্রদেশ জনসংখ্যা (নিয়ন্ত্রণ, স্থিতিশীলতা ও কল্যাণ) বিল- ২০২১ এর খসড়ার অংশ।
বিজ্ঞাপন
ইউপিএসএলসি ওয়েবসাইটে বলা হয়েছে, রাজ্যের আইন কমিশন উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ, স্থিতিশীল রাখার জন্য কাজ করছে। এ জন্য একটি বিলের খসড়া প্রস্তুত করেছে। এই বিলের বিষয়ে জনগণের পরামর্শ চেয়েছে ইউপিএসএলসি। আগামী ১ জুলাইয়ের মধ্যে তা ইউপিএসএলসির কাছে পাঠাতে বলা হয়েছে। যৌক্তিক পরামর্শ বিলের খসড়ায় ঠাঁই পেতে পারে।
খসড়া ওই বিলে বলা হয়েছে, দুই সন্তান নেওয়া সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকবে। যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী দ্বি-সন্তান নীতি গ্রহণ করবেন তারা চাকরির মেয়াদকালে দুটি অতিরিক্ত বোনাস, এক মাসের পুরো বেতনসহ মাতৃত্বকালীন-পিতৃত্বকালীন ছুটি এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
আইনটি বাস্তবায়নের জন্য একটি রাজ্য জনসংখ্যা তহবিল গঠন করা হবে। সরকারের দায়িত্বের বিষয়ে খসড়া বিলে বলা হয়েছে, রাজ্যের সব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্রসূতি বিভাগ চালু করা হবে। একই সঙ্গে জন্মনিয়ন্ত্রণ বিষয়ে জনসচেতনতা তৈরির জন্য কমিউনিটি স্বাস্থ্যসেবা কর্মীদের মাধ্যমে জন্মনিরোধক পিল এবং কনডমও বিতরণ করা হবে।
সূত্র: পিটিআই।
এসএস