চীনে রেস্তোরাঁ ধসে হতাহত ১১
চীনের পূর্বাঞ্চলের জনপ্রিয় পর্যটন নগরী সুঝোওয়ে একটি রেস্তোরাঁ ধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। সোমবার দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রিয় পর্যটন নগরী সুঝোওয়ের সিজি কাইইউয়ান রেস্তোরাঁ ধসে পড়েছে। উদ্ধারকারীরা ভবনের ধ্বংসস্তুপের ভেতর থেকে অন্তত সাতজনকে জীবিত উদ্ধার করেছেন।
বিজ্ঞাপন
সিসিটিভি বলছে, দুর্ঘটনাস্থলে পুরোদমে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। এই দুর্যোগের কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত করছে বলে জানিয়েছে চীনা এই টেলিভিশন।
ভ্রমণবিষয়ক ওয়েবসাইট সিট্রিপ বলছে, ২০১৮ সালে সুঝোওয়ের সিজি কাইইউয়ান রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়। এই রেস্তোরাঁয় ৫৪টি অতিথি কক্ষের পাশাপাশি একটি ব্যাংকুয়েট হল এবং সম্মেলন আছে।
বিজ্ঞাপন
সিসিটিভির প্রকাশিত ছবিতে দেখা যায়, হেলমেট পরিহত এক ডজনের বেশি উদ্ধার কর্মী দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনা করছেন।
নির্মাণের মান যথাযথভাবে অনুসরণ না করা এবং দুর্নীতির কারণে চীনে প্রায়ই এ ধরনের ভবন ধসের ঘটনা ঘটে।
সূত্র: এএফপি।
এসএস